জনগণের সাথে চলছে প্রতারণা

সরকারের দেয়া সিলিন্ডারজাত গ্যাস প্রত্যাখ্যান করলো ভোলার জনগণ

ভোলার বাণী রিপোর্ট ॥ ভোলাবাসীর জন্য সামান্যমূল্যে দেয়া সরকারের সিলিন্ডারজাত গ্যাস গ্রহণ না করে প্রত্যাখ্যান করেছে ভোলার জনগণ। বুধবার দুপুরে জেলা প্রশাসনের কার্যালয়ের সম্মেলন কক্ষে গ্যাস সিলিন্ডার বিতরণের লক্ষে এক অনুষ্ঠানে তা প্রত্যাখ্যান করেছে ভোলার জনগণ। তবে সরকারের পক্ষ থেকে যে আদেশ এসেছে তা শুধু জেলা প্রশাসন নিয়ম রক্ষার্থে সিলিন্ডারজাত গ্যাস বিতরণের অনুষ্ঠান আয়োজন করেছে।
জানা গেছে, ভোলাবাসী দীর্ঘদিন ধরে আন্দোলন সংগ্রাম করে যাচ্ছে ভোলার প্রতিটি ঘরে ঘরে গ্যাস সংযোগ দেয়ার জন্য। কিন্তু সরকারের পক্ষ থেকে কোন প্রকার সদিচ্ছা এখন পর্যন্তও দেখা যায়নি। কিন্তু বিগত ফ্যাসিষ্ট সরকারের আমলে নেতারা তাদের স্বার্থ হাসিলের জন্য ভোলা থেকে ইন্ট্রাকো কোম্পানীর মাধ্যমে বোতলজাত গ্যাস ঢাকায় নেয়ার চুক্তি করে। ২০২৪ সালের ৫ আগস্ট সরকার পরিবর্তনের পর থেকেই ভোলার জনগণ ভোলার গ্যাস প্রতিটি ঘরে ঘরে পাইপ লাইনের মাধ্যমে সংযোগ দেয়ার জন্য সোচ্চার হয়। এ নিয়ে ভোলার বিভিন্ন সামাজিক, রাজনৈতিক ও ভোলার বিভিন্ন সচেতন মহলের মাধ্যমে চলছে কয়েকমাস যাবত আন্দোলন-সংগ্রাম। এ সময় ভোলার ছাত্র-জনতা ইন্ট্রাকোর বেশ কয়েকটি সিলিন্ডার গ্যাস ভর্তি কাভার্ড ভ্যান আটকে দেয়। ভোলাবাসীর দাবী নিয়ে ভোলা, ঢাকা, চট্টগ্রামসহ দেশের বিভিন্ন স্থানে বসবাসকারী ভোলার মানুষ বিক্ষোভ করেছে। এরপর সরকারের পক্ষ থেকে ভোলাবাসীর দিকে একটু নজর দেয়। সম্প্রতি সরকারের পক্ষ থেকে একটি প্রতিনিধি দল ভোলা ঘুরে যান এবং জেলা প্রশাসনের সহায়তায় জনগণের কথা শুনেন।
এগিকে ভোলার বাসা-বাড়িতে গ্যাস সংযোগ দেওয়ার কথা থাকলেও প্রাথমিকভাবে সুন্দরবন গ্যাস কোম্পনী লিমিটেড ভোলা এলাকায় আবাসিক শ্রেণীতে গ্যাস প্রত্যাশী গ্রাহককে সিলিন্ডার বিতরণ করার হবে এমনটা জানান। প্রাথমিকভাবে ডিমান্টনোট জমা দেওয়া ও রাইজারের লাইন টানা এমন ৫শ’ ৬৮ পরিবারকে গ্যাসের ১টি করে সিলিন্ডার বিতরণ করা হবে। যা গ্রাহক ৮শ’ ২৫ টাকা ব্যাংকে সুন্দরবনের গ্যাস কোম্পানীর একাউন্টে জমা দিয়ে নিতে পারবেন। পরবর্তীতে পর্যায়ক্রমে অন্যন্য গ্রাহকে ভোলার এই গ্যাস সিলিন্ডারের মাধ্যমে দেওয়া হবে।

তারই ধারাবাহিকতায় ভোলাবাসীর জন্য সরকারের পক্ষ থেকে বুধবার (১৪ মে) ৫শ’ ৮৮টি সিলিন্ডার গ্যাস ট্রাকযোগে ভোলায় পাঠায়। এ নিয়ে জেলা প্রশাসনের পক্ষ থেকে এক অনুষ্ঠানের আয়োজন করে। ওই অনুষ্ঠানে ভোলার রাজনৈতিক দলের নেতৃবৃন্দসহ বিভিন্ন সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। সল্পমূল্যে সরকারের দেয়া ওই সিলিন্ডারজাত গ্যাস ভোলার কোন জনগণ গ্রহণ করেনি বরং ভোলার মানুষ তা ঘৃণাভরে প্রত্যাখ্যান করেছেন। কোন গ্রাহজকে খুঁজে পাওয়া যায়নি সিলিন্ডারজাত গ্যাস গ্রহণ করার জন্য।
এদিকে সরকারের আদেশ পালন রক্ষার্থে অনুষ্ঠিত ওই সভায় জেলা প্রশাসক আজাদ জাহানের সভাপতিত্বে ভার্চ্যুয়ালের মাধ্যমে বক্তব্য রাখেন বাংলাদেশ পেট্রোলিয়াম কর্পোরেশনের চেয়ারম্যান (সচিব) মোঃ আমিন উল্যাহ আহসান। বিশেষ অথিথি হিসেবে বক্তব্য রাখেন সুন্দরবন গ্যাস কোম্পানী লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক প্রকৌশলী গৌতম চন্দ্র কুন্ড, পুলিশ সুপার শরীফুল হক, জেলা বিএনপির আহ্বায়ক গোলাম নবী আলমগীর, সদস্য সচিব রাইসুল আলম, যুগ্ম আহ্বায়ক এনামুল হক, জামায়াতে ইসলামীর সেক্রেটারী মাওলানা হারুন-অর-রশীদ, জাতীয় পার্টি (বিজেপি)’র সভাপতি আমিরুল ইসলাম রতন, ভোলা থিয়েটারের সাধারণ সম্পাদক তালহা তালুকদার বাঁধন, ইসলাম আন্দোলন ভোলা জেলা উত্তরের সেক্রেটারী মাওলানা তরিকুল ইসলাম তারেক, ছাত্র সমন্বয়ক রাহিম ইসলাম, মেহেদী হাসান, শরীফ আহমেদ সাগরসহ ভোলার বিভিন্ন রাননৈতিক দলের প্রধান, সুশিল সমাজ, ছাত্রপ্রতিনিধি এবং ভোলা প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা ও সমাজের গন্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
ভোলাবাসীর দাবী যেখানে ভোলা থেকে গ্যাস উত্তোলণ হচ্ছে সেই ভোলার জনগণ তা ভোগ করতে পারবে না, এটা মেনে নেয়া যায় না। গ্যাস একটি জাতীয় সম্পদ। গ্যাস ভোলার বাহিরে যাবে তাতে কোন দ্বিমত নেই ভোলাবাসীর। তবে দাবী একটাই ভোলার গ্যাস ভোলার বাহিরে যাওয়ার আগে ভোলার প্রতিটি ঘরে ঘরে স্যাগের সংযোগ দেয়া হোক।
নাম প্রকাশ না করার শর্তে এক সচেতন নাগরিক বলেন, সরকার ভোলাবাসীর সাথে প্রতারণা করছে। তার প্রমান হচ্ছে ৫৮৮টি সিলিন্ডারজাত গ্যাস। এই নামমাত্র সিলিন্ডারজাত গ্যাস দিয়ে কি ভোলা জেলার ৩০ লক্ষ মানুষের প্রয়োজন পূরণ সম্ভব ? আমরা চাই ভোলার গ্যাস অন্যত্র নেয়ার আগে ভোলার প্রতিটি ঘরে ঘরে গ্যাস সংযোগ দেয় হোক। তবেই ভোলাবাসী শান্ত হবে, অন্যথায় ভোলার জনগণ তাদের আন্দোল চালিয়ে যাবে এমনটাই জানিয়েছেন সচেতন মহল।
উল্লেখ্য, ১৯৯৪ সালে ভোলার বোরহানউদ্দিনে প্রথম গ্যাসক্ষেত্র আবিষ্কারের পর কেটে গেছে প্রায় ৩১ বছর। সবশেষ তালিকায় যুক্ত হয়েছে জেলার ইলিশা গ্যাসক্ষেত্র। এতো এতো গ্যাসের ভান্ডর থাকা সত্ত্বেও বরাবরই বাসা-বাড়ীর গ্যাস সুবিধা বঞ্চিত ভোলার মানুষ।

ফেসবুকে লাইক দিন

আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ।