আইসিসির মাস সেরা মিরাজ

স্পোর্টস ডেস্ক ॥ জিম্বাবুয়ের বিপক্ষে টেস্ট সিরিজে ব্যাটে-বলে দুর্দান্ত ফর্মে ছিলেন মেহেদী হাসান মিরাজ। অলরাউন্ড পারফরম্যান্সে সিরিজ সেরার পুরস্কারও জিতেছিলেন এই অলরাউন্ডার। যার কল্যাণে এবার আইসিসির ‘প্লেয়ার অব দ্য মান্থ’-এর পুরস্কারও উঠল তার হাতে। আইসিসি বুধবার (১৪ মে) এক বিজ্ঞপ্তিতে এপ্রিল মাসের সেরা ক্রিকেটারের নাম প্রকাশ করে। মাসসেরার দৌড়ে মিরাজ পেছনে ফেলেছেন নিউজিল্যান্ডের বেন সিয়ার্স এবং জিম্বাবুয়ের ব্লেসিং মুজারাবানিকে।
ক্যারিয়ারে প্রথমবার আইসিসির মাসসেরার পুরস্কার জিতলেন মিরাজ। এই পুরস্কার পেয়ে বেশ খুশি মিরাজ। তিনি বলেন, আইসিসি মাসেসেরার পুরস্কার জেতা এক অবিশ্বাস্য সম্মানের। আইসিসি পুরষ্কার যেকোনো ক্রিকেটারের জন্য চূড়ান্ত স্বীকৃতি এবং এটি পাওয়া আমার কাছে অনেক অর্থবহ। এই ধরণের মুহূর্তগুলো আমাকে আমার যাত্রার কথা মনে করিয়ে দেয়।

ফেসবুকে লাইক দিন

আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ।