শিবিরের সাবেক কেন্দ্রীয় সভাপতি আজম ওবায়দুল্লাহ দাফন সম্পন্ন

বিশেষ প্রতিনিধি ॥ বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের সাবেক কেন্দ্রীয় সভাপতি, বাংলাদেশ জামায়াতে ইসলামী চট্টগ্রাম মহানগর নায়েবে আমীর ভোলার কৃতিসন্তান সুস্থ-সংস্কৃতিক অঙ্গনের অন্যতম পথিকৃত, বিশিষ্ট শিক্ষাবিদ, সাহিত্যিকও বুদ্ধিজীবী ড. আজম ওবায়েদুল্লার ২য় জানাজা রোববার রাত ১০ টায় চরফ্যাশন কেন্দ্রীয় ঈদগাহ মাঠে অনুষ্ঠিত হয়েছে। হাজারো লোকের উপস্থিতিতে অনুষ্ঠিত জানাযা নামাজপুর্ব সংক্ষিপ্ত সমাবেশে জামায়াতের কেন্দ্রীয় নেতারা বলেন, ড. আজম ওবায়দুল্লাহ ত্যাগ ইসলামি আন্দোলনের কর্মীদের জন্য এক অনন্য উদাহারন হয়ে থাকবে। ইসলামি আন্দোলনের জন্য চাকুরী হারিয়েছেন, একাধিকবার জেল, জুলুম ও পুলিশী নির্যাতনের স্বীকার হয়েছেন। মৃত্যুর আগ পর্যন্ত তার মেধা শ্রম দিয়ে ইসলাম প্রতিষ্ঠার জন্য নিরলস কাজ করে গেছেন। তার শূন্যতা অপুরনীয়।তাকে হারিয়ে আমরা শোকাহত। এ শোক সহিবার শক্তি মহান আল্লাহর নিকট কামনা করছি।
জানাজায় উপস্থিত ছিলেন জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নায়েবে আমীর আধ্যাপক মুজিবুর রহমান, কেন্দ্রীয় নায়েবে আমির আ.ন.ম শামসুল ইসলাম, কেন্দ্রীয় সহকারী সেক্রেটারী এডভোকেট মোয়াজ্জেম হোসেন হেলাল, কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ঢাকা মহানগরী দক্ষিণের সেক্রেটারি ড. শফিকুল ইসলাম মাসুদ, কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ঢাকা মহানগরী উত্তরের সেক্রেটারি ড. মো. রেজাউল করিম, চট্টগ্রাম মহানগরির নায়েবে আমির ভোলা-৪ আসনের জামায়াত মনোনীত সংসদ সদস্য প্রার্থী অধ্যক্ষ মোস্তফা কামাল, ভোলা-১ আসনের সংসদ সদস্য প্রার্থী অধ্যক্ষ নজরুল ইসলাম, চরফ্যাশন উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মোতাহার হোসেন আলমগীর মালতিয়া। এ সময় উপস্থিত ছিলেন সুপ্রিম কোর্টের সিনিয়র আইনজীবী অ্যাডভোকেট পারভেজ হোসেন, ভোলা জেলা আমির মাস্টার জাকির হোসাইন, সেক্রেটারী কাজী হারুনুর রশীদ, উপজেলা জামায়াতের আমীর অধ্যক্ষ মীর শরীফ হুসাইন, সেক্রেটারী মাওলানা আবুল কাশেম।
উল্লেখ্য, মরহুম আজম ওবায়দুল্লাহ গতকাল ১০ মে অসুস্থতা বোধ করলে চট্টগ্রাম একটি প্রাইভেট হাসপাতালে ভর্তি করার পর রাত ১.৩০মি ইন্তেকাল করেন। মরহুম আজম ওবায়দুল্লাহ প্রথম নামাজে জানাজা চট্টগ্রাম প্যারেড ময়দানে অনুষ্ঠিত হয়। এতে চট্টগ্রাম মহানগরী জামায়াতের আমীর শাহজাহান চৌধুরী, ছাত্রশিবিরের কেন্দ্রীয় সভাপতি জাহিদুল ইসলাম, চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মেয়র বিএনপি নেতা ডাঃ শাহাদাত হোসেনসহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। রবিবার মরহুমের ভোলার চরফ্যাশন উপজেলার কেন্দ্রীয় ঈদগাহে নামাজে জানাজা শেষে পৌরসভার মুক্তাদের বিল্লা মসজিদের পাশে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়। মরহুম আজম ওবায়দুল্লাহ শেষ আন্তর্জাতিক ইসলামী বিশ্ববিদ্যালয় চট্টগ্রাম এর পরিচালক মাসিক ডাইজেস্ট পত্রিকার সম্পাদক, হুইল বিজনেস পত্রিকার প্রধান সম্পাদক, কেন্দ্রীয় সাহিত্য সংস্কৃতি পরিষদের সভাপতিসহ অসংখ্য সামাজিক শান্তি সংগঠনের সাথে সম্পৃক্ত ছিলেন।

ফেসবুকে লাইক দিন

আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ।