ভোলায় জামায়াতের কর্মী শিক্ষা শিবির অনুষ্ঠিত

স্টাফ রিপোর্টার ॥ ভোলায় বাংলাদেশ জামায়াতে ইসলামীর ‘অগ্রসর কর্মী শিক্ষা শিবির-২০২৫’ অনুষ্ঠিত হয়েছে। শনিবার (১০ মে) সকাল ৮ টায় আদর্শ একাডেমি অডিটরিয়ামে দিনব্যাপী এ শিক্ষা শিবির শুরু হয়। শিক্ষা শিবিরে সভাপতিত্ব করেন ভোলা সদর উপজেলা জামায়াতের আমির মাওঃ কামাল হোসাইন। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় মজলিসে সুরা সদস্য ও বরিশাল অঞ্চল টিম সদস্য ভোলা জেলা তত্ত্বাবধায়ক এ কে এম ফখরুদ্দিন খান রাজী। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা জামায়াতের নায়েবে আমির অিধ্যক্ষ মাওঃ নজরুল ইসলাম। এছাড়া আরও উপস্থিত ছিলেন উপজেলা নায়েবে আমির মাওঃ আব্দুল বারী, উপজেলা সেক্রেটারি মাওঃ আব্দুল গাফফার, সহ-সেক্রেটারি মাস্টার আবু জাহান কাবির, উপজেলা বায়তুলমাল সম্পাদকসহ বিভিন্ন ইউনিয়নের সভাপতি-সেক্রেটারীগণ।
প্রধান অতিথির বক্তব্যেকে এম ফখরুদ্দিন খান রাজী বলেন, “আল্লাহ তায়ালা মুমিনের জাহান্নাম জান্নাতের বিনিময়ে খরিদ করে নিয়েছেন যাতে তারা আল্লাহর বিধানকে প্রতিষ্ঠিত করার জন্য জান এবং মাল দিয়ে সংগ্রামর করে, সুনিয়ন্ত্রিত ও আদর্শভিত্তিক সমাজ গঠনে কর্মীদের আত্মশুদ্ধি, ইসলামী আন্দোলনের প্রতি নিষ্ঠা ও সাংগঠনিক দক্ষতা বৃদ্ধির প্রয়োজনীয়তা অপরিসীম।
তিনি আরও বলেন, “বর্তমান সময়ে নৈতিক অবক্ষয়ের বিপরীতে ইসলামী মূল্যবোধের প্রতিষ্ঠা করতে হলে কর্মীদের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। শিক্ষা শিবিরে কর্মীদের জন্য ছিল কুরআন-হাদীস পাঠ, সাংগঠনিক দিকনির্দেশনা, দলীয় দৃষ্টিভঙ্গি বিষয়ে আলোচনা এবং প্রশ্নোত্তর পর্ব। দিনব্যাপী কর্মসূচি শেষে বিশেষ দোয়া ও মুনাজাতের মাধ্যমে শিবিরের সমাপ্তি ঘোষণা করা হয়। উল্লেখ্য, কর্মীদের আদর্শিক ও সাংগঠনিক প্রশিক্ষণ দিতে প্রতিবছর এ ধরনের শিক্ষা শিবির আয়োজন করে থাকে সংগঠনটি।

ফেসবুকে লাইক দিন

আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ।