সর্বশেষঃ

তুমি নাই

ড. তাইবুন নাহার রশীদ (কবিরত্ন),

তুমি নাই বলে মনের আঙ্গিনায়
ফোটেনি আশার আলো
তুমি নাই বলে বিশ্ব ভুবনে
লাগেনা আর ভালো।

তুমি নাই বলে বনের পাঁপিয়া
পিউ পিউ করে ডাকে না
চৈতী উদাস ফাগুন বনে
বসন্ত আর আসেনা।

তুমি নাই বলে বন বাহার
আহার করে না
বন বিতানের কুঞ্জে কুঞ্জে
ফুল-ফল ধরেনা।

তুমি নাই বলে তোমার বঁধুয়া
বিষন্ন মলিন মুখ
মান মন্দিরের মনের গুহায়
নাই তার কোন সুখ।

আরও পড়ুন

ফেসবুকে লাইক দিন

আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ।