সর্বশেষঃ

লালামোহনে পানিতে ডুবে দুই শিশুর মৃ*ত্যু

স্টাফ রিপোর্টার : ভোলার লালামোহনে পুকুরের পানিতে ডুবে শাহিদ (৬) ও জুনায়েদ (৫) নামের দুই শিশুর মৃত্যু হয়েছে। মঙ্গলবার দুপুর সাড়ে ১২ টার দিকে উপজেলার সদর ইউনিয়নের ফুলবাগিচা ৫ নং ওয়ার্ড উকিল বাড়িতে এ দুর্ঘটনা ঘটে। শাহিদ একই বাড়ির আনিছল হক উকিল এবং জুনায়েদ রাকিব উকিলের ছেলে। তারা সম্পর্কে খালাতো ভাই। এ ঘটনায় ওই এলাকায় শোকের মাতম চলছে।

শাহিদের স্বজনরা জানান, সকালের দিকে শাহিদ ও জুনায়েদ খেলা করছিলেন। আর ওই সময় সকলের অগোচরে খেলতে গিয়ে তারা বাড়ির পুকুরে পড়ে যায়। পরে অনেক খোঁজাখুঁজি করে পুকুর থেকে তাদের মরদেহ উদ্ধার করে।
লালমোহন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সিরাজুল ইসলাম
ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

ফেসবুকে লাইক দিন

আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ।