সর্বশেষঃ

ভোলায় বর্ণাঢ্য র‍্যালী কেক কাটা, আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্য দিয়ে একুশে টিভির প্রতিষ্ঠা বার্ষিকী পালিত

স্টাফ রিপোর্টার ৷৷  ভোলায় উৎসব মূখর আয়োজনের মধ্য দিয়ে একুশে টেলিভিশনের ২৫ বছর পূর্তি রজত জয়ন্তী উৎসব ভোলা প্রেসক্লাবে সাংস্কৃতিক অনুষ্ঠান, কেক কাটা, রেলি ও আলোচনা সভারও দোয়া অনুষ্ঠানের মধ্য দিয়ে অনুষ্ঠিত হয়েছে।

সকালে জেলা প্রশাসক, পুলিশ সুপার, সাংবাদিক, সিভিল সার্জন সহ গণ্য গণ্য ব্যক্তিদের নিয়ে একুশের জন্মদিনের এক শোভাযাত্রা বের হয়।

আলোচনা সভার শুরুতে সুরের ধারা শিল্পগোষ্ঠীর পরিচালক উত্তম কুমার ঘোষের নেতৃত্বে একুশে টিভিকে অভিনন্দন জানিয়ে একুশে টেলিভিশন নিয়ে রচিত গান পরিবেশন করেন শিল্পীরা। পরবর্তীতে শিল্পীদের শুভেচ্ছা ক্রেস্ট তুলে দিয়েছেন একুশে টিভির ভোলা প্রতিনিধি মেজবা উদ্দিন শিপু।

আলোচনা সভায় ভোলা ভোলা টেলিভিশন জার্নালিস্ট এসোসিয়েশনের সভাপতি হারুনুর রশীদ এর সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন, নিজাম হাসিনা ফাউন্ডেশন এর চেয়ারম্যান আলহাজ্ব নিজাম উদ্দিন।

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন,জাতীয় পার্টি বিজেপির সভাপতি আমিরুল ইসলাম রতন, অতিরিক্ত পুলিশ সুপার মোঃ সোহান সরকার, বিজেপির সাধারণ সম্পাদক মোতাসিম বিল্লাহ, জামাতে ইসলামীর জেলা সেক্রেটারি হারুনর রশীদ, ভোলা দারুল হাদিস কামিল মাদ্রাসার উপাধ্যক্ষ আলহাজ্ব মাওলানা মোবাশ্বিরুল হক নাঈম, ইসলামী আন্দোলন বাংলাদেশ এর ভোলা জেলা সেক্রেটারি মাওলানা তরিকুল ইসলাম, জামাতে ইসলামীর সদর উপজেলার আমির মাওলানা কামাল হোসেন, হেফাজতে ইসলাম বাংলাদেশ এর সদর উপজেলার সাধারণ সম্পাদক মাওলানা মিজানুর রহমান।

অনুষ্ঠানে একুশে টেলিভিশনের ভোলা জেলা প্রতিনিধি মেজবাহ উদ্দিন শিপু’র স্বাগত বক্তব্যের মধ্যদিয়ে অতিথিরা বলেন, স্বাধীনতার পরে দেশের সর্বপ্রথম বেসরকারি টেলিভিশন হচ্ছে একুশে টেলিভিশন, দেশের ক্লান্তি লগ্নে অসংখ্য ভূমিকা রেখেছে এই টেলিভিশন। এছাড়াও তারা বলেন, দেশের সাধারণ মানুষের কল্যাণের কথা বলবে একুশে টেলিভিশন। মেহনতি মানুষের সুখ দুখের কাহিনী উঠে আসবে একুশে টিভির পর্দায় এবং একুশে টেলিভিশনের সমৃদ্ধি ও উত্তরোত্তর সাফল্য কামনার পাশাপাশি ভোলায় কর্মরত একুশে টেলিভিশন প্রতিনিধির সাফল্য কামনা করেন।

এছাড়াও উপস্থিত ছিলেন, দৈনিক কালবেলার জেলা প্রতিনিধি ওমর ফারুক, বাসস এর জেলা প্রতিনিধি আলামিন শাহরিয়ার, দৈনিক প্রথম আলোর প্রতিনিধি নেয়ামত উল্লাহ , দৈনিক আমার দেশ পত্রিকার প্রতিনিধি ইউনুস শরীফ, একাত্তর টিভির প্রতিনিধি কামরুল ইসলাম, ডিবিস প্রতিনিধি এইচ এম জাকির, দেশ টিভির প্রতিনিধি ছোটন সাহা, নিউ নেশন পত্রিকার প্রতিনিধি আবদুস শহীদ তালুকদার, চ্যানেল২৪ এর প্রতিনিধি আদিল হোসেন তপু, ক্যাব এর সভাপতি মোঃ সোলাইমান, সদর উপজেলা শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক আনোয়ার পারভেজ, মাই টিভির প্রতিনিধি আরিফ হোসেন লিটন, দৈনিক ভোরের কাগজের প্রতিনিধি এইচ এম নাহিদ, জাস্ট নিউজ প্রতিনিধি মনিরুল ইসলাম, ভোলা জার্নালিস্ট ফোরামের সভাপতি শাহীন কাদের, সাধারণ সম্পাদক ইমরান হোসেন, সাংগঠনিক সম্পাদক ইয়ামিন হোসেন, এখন টেলিভিশন এর প্রতিনিধি ইমতিয়াজুর রহমান, ইসলামী আন্দোলনের সাংগঠনিক সম্পাদক মাওলানা ইব্রাহিম আদনান, দৈনিক সংগ্রামের প্রতিনিধি আবদুর রহমান হেলাল, দৈনিক প্রতিদিনের সংবাদ এর ভোলা প্রতিনিধি শরীফ হোসাইন, ছাত্র সমাজের নেতা ইমরোজ আলম ট্রিমন,বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক রাহিম ইসলাম, এটিএন নিউজের মঞ্জু ইসলাম, বিজয় টিভির প্রতিনিধি রিয়াজ হোসেন, জাতীয় নাগরিক পার্টির নেতা মাকসুদ রহমানসহ একুশে টেলিভিশন দর্শক ফোরামের সদস্যবৃন্দ।
অনুষ্ঠানটি উপস্থাপনা করেন ভোলা নিউজের সম্পাদক এডভোকেট মনিরুল ইসলাম।

ফেসবুকে লাইক দিন

আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ।