প্রতিকার চায় এলাকাবাসী
ভোলার ইলিশায় এক নারীর বিরুদ্ধে অসামাজিক কার্যকলাপে অভিযোগ

স্টাফ রিপোর্টার ॥ ভোলার ইলিশা ইউনিয়নের ৬নং ওয়ার্ডের ইয়ানুর বেগম নামে এক নারীর বিরুদ্ধে পরিবারের স্বজন দিয়ে প্রেমের প্রলোভনে একের পর এক মানুষকে ফাঁদে ফেলে ফাঁসানোর অভিযোগ উঠেছে। স্থানীয় ইউপি মেম্বার ও আওয়ামীলীগ নেতা বারেক পাটোয়ারীর ছত্রছায়ায় দীর্ঘ বছর এ ব্যবসা করে আসছে ইয়ানুর বেগম এমন অভিযোগ এলাকাবাসীর।
সরজমিনে গিয়ে জানা যায়, এই পরিবারের কারনে স্থানীয় কিশোর থেকে শুরু করে তরুণ, পুরুষ সবাই মাদক সহ নানা অপরাধমূলক কাজে জড়িয়ে পড়ছে। ফলে ভাঙছে অনেক সংসার। অনেক যুবক, পুরুষকে ধরে অন্যায় ভাবে অসামাজিক কার্যকলাপে করার কথা বলে তাদের আটকে কিংবা মামলার ভয় দেখিয়ে প্রেমের ফাঁদে ফেলে ব্ল্যাকমেইল করে একাধিক পুরুষকে ধর্ষণ মামলা দিয়ে লাখ লাখ টাকা হাতিয়ে নিয়েছে। ইতোপূর্বে এলাকার একাধিক ব্যক্তির নামে ধর্ষণ মামলা দিয়ে হয়রানি সহ এক ব্যক্তির কাছ থেকে ব্ল্যাকমেইল করে ধর্ষণ মামলা দিয়ে ৩ লাখ টাকা আদায় করেছে বলেও জানা যায়।
এলাকায় মেম্বারের ছত্র ছায়ায় অসামাজিক অপরাধমূলক কর্মকা- করছে তারা। এ বিষয়ে আইনশৃঙ্খলা বাহিনীর কাছে বিভিন্ন সময় অভিযোগ করলেও প্রতিকার মিলছে না। বিভিন্ন সময় লোক দেখানো অভিযান চালানো হলেও পরে তারা দ্বিগুণ উৎসাহে একই কাজে লিপ্ত হচ্ছে। তাই প্রশাসনের কাছে মাদক ও অসামাজিক কর্মকান্ড বন্ধ ও নির্মূলের জোর দাবি জানায় গ্রামবাসী।
সামিম নামের এক যুবক বলেন, গত ঈদুল ফিতরের পরের দিন রাধা বল্লভ নামের এক হিন্দু খদ্দের সহ দুইজন কে আমরা হাতেনাতে আটক করে পুলিশে দিয়েছি। এ অসামাজিক কার্যকলাপ বন্ধের দাবীতে মানববন্ধনও করেছে এলাকার মুসুল্লিরা।
এ বিষয়ে ইয়ানুর বেগমের বক্তব্য জানাতে তার বাড়ীতে গেলেও তার বড় মেয়ে বলেন, আমার মা-নানুকে দেখতে হাসপাতালে গেছে। ইয়ানুর বেগমের স্বামী ইউসুফ বলেন, আমার কথা আমার স্ত্রী ও মেয়েরা শোনে না, আমি কিছু বললে আমার উপর তারা নির্যাতন করে।
ভোলা সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ভোলা থানার ওসি আবু সাহাদাৎ মোঃ হাচনাইন পারভেজ জানান, মাদক ও অসামাজিক কর্মকান্ডের বিরুদ্ধে আমাদের অভিযান অব্যাহত রয়েছে।