সর্বশেষঃ

বোরহানউদ্দিনে ধর্ষক ওমর কাজীর ফাঁসির দাবিতে মানববন্ধন

বোরহানউদ্দিন সংবাদদাতা ॥ ভোলার বোরহানউদ্দিন উপজেলার হাসাননগর ইউনিয়নে দাখিল পরীক্ষার্থীকে ধর্ষণের অভিযুক্ত ওমর কাজীর ফাঁসির দাবিতে খাসমহল বাজারে বোরহানউদ্দিন ছাত্র কল্যাণ ফাউন্ডেশন হাসান নগর শাখা ও হাসাননগর বাসী মানববন্ধন ও গণমিছিল করা হয়েছে। রবিবার (১৩ এপ্রিল) বিকাল ৫টার সময় হাসান নগর ইউনিয়নের মাদ্রাসার ছাত্র জনতা, আলেম সমাজ ও ছোট বড় সর্বস্তরের জনগণ এই ব্যানারে মানববন্ধন ও গণমিছিল কর্মসূচি পালন করে।
মানববন্ধনে উপস্থিত ছিলেন হাসাননগর রহমানিয়া দাখিল মাদ্রাসার প্রধান শিক্ষক মাও: বশিরউল্যাহ, দেবীপুর ইসলামিয়া ফাজিল (বি, এ) মাদ্রাসার সহকারী অধ্যাপক মোঃবিল্লাল মোল্লা, রহমানিয়া দাখিল মাদ্রাসার সিনিয়র শিক্ষক অলিউল্লাহ জুয়েল, শিক্ষক ও খতিব খাসমহল দক্ষিণ মাথা জামে মসজিদ-মাওলানা মাকসুদুর রহমানসহ বিভিন্ন শ্রেণী পেশার মানুষ।
এ সময় বক্তারা বলেন, ধর্ষক ওমর কাজী ও তার সহযোগীকে দ্রুত গ্রেপ্তার করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান। দেশে এত ধর্ষণ হচ্ছে কিন্তু অপরাধীরা ধরাছোঁয়ার বাইরে। তাদের কোনো বিচার হচ্ছে না। পুলিশ কি করে ? প্রশ্ন তুলে বক্তারা বলেন, অনতিবিলম্বে ধর্ষক এবং তার সাথে সহযোগীদের গ্রেপ্তার করে তাদের মৃত্যুদন্ড দেওয়া হোক। তা না হলে জনগণ আইন নিজের হাতে তুলে নিতে বাধ্য হবে। আগামী ২৪ ঘণ্টার ভেতরে ধর্ষক ও ধর্ষণের সঙ্গে জড়িতদের আইনের আওতায় আনা না হলে কঠোর কর্মসূচি এমনকি বোরহানউদ্দিন থানা ঘেরাও করার হুশিয়ারী দেন তারা।
উল্লেখ্য, গত শুক্রবার (১১ এপ্রিল) রাতে উপজেলার হাসান নগর ইউনিয়নের ৬নং ওয়ার্ডের এক দাখিল পরীক্ষার্থী ধর্ষেণের শিকার হন। এমনকি ঘটনার পর মেয়েটির মা এলাকার গন্যমান্যদের জানাতে গেলে মা’কেও হত্যার হুমকি দেয় অভিযুক্ত নিষিদ্ধ ছাত্রলীগ নেতা ওমর কাজী। এ ঘটনার পর ১১ মার্চ রাতে ভুক্তভোগীর ভাই মেয়েটিকে প্রথমে বোরহানউদ্দিন হাসপাতাল, পরে ভোলা সদর হাসপাতালে ভর্তি করান। ধর্ষিত শিক্ষার্থীর ভাই বাদী হয়ে ধর্ষক ওমর কাজীর বিরুদ্ধে মামলা করা হয়েছে। অন্যদিকে ৩ জনকে আসামি করে সরকার বাদী হয়ে একটি মামলা দায়ের করা হয়েছে।

ফেসবুকে লাইক দিন

আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ।