সর্বশেষঃ

গাজায় ইসরায়েলি বাহিনীর নৃশংস ও বর্বরোচিত হামলার প্রতিবাদে ভোলায় জামায়াত-বিজেপি’র বিক্ষোভ মিছিল

আশরাফুল আলম সজিব ॥ যুদ্ধ বিরতি ভঙ্গ করে গাজায় ইসরায়েলি বাহিনীর নৃশংস গণহত্যা ও বর্বরোচিত হামলার প্রতিবাদে ভোলায় বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে বাংলাদেশ জামায়তে ইসলামী ও বাংলাদেশ জাতীয় পার্টি (বিজেপি)। সোমবার (৭ এপ্রিল) ভোলা শহরের হাটখোলা মসজিদ চত্বরে বাংলাদেশ জামায়াতে ইসলামী ও নতুন বাজার বিজেপি কার্যালয়ের সামনে থেকে বাংলাদেশ জাতীয় পার্টি (বিজেপি) পৃথকভাবে এ বিক্ষোভ মিছিল করে।
বিক্ষোভ-পূর্ব সমাবেশে বক্তারা বলেন, আন্তর্জাতিক সমঝোতায় যুদ্ধবিরতি বন্ধ হয়েছিল। কোন কারণ ছাড়াই ইসরায়েলি বর্বর বাহিনী চুক্তি ভঙ্গ করে নিরস্ত্র গাজার মুসলমানদের উপর হামলা করে। এতে প্রতিদিন নারী শিশুসহ হাজার হাজার মুসলমান শহীদ হচ্ছেন। খাদ্য, পানির অভাবে দুর্ভিক্ষ দেখা দিচ্ছে। গাজার মুসলমানদের উপর এ ধরনের বর্বর আচরণ আর সহ্য করা হবে না। বিশ্ব মুসলিম এখনি জেগে ওঠার সময়। বর্বর বাহিনীকে এখনই থামিয়ে দেয়ার সময়। পাশাপাশি আমরা আল্লাহর কাছে আবেদন করছি পুনরায় আবাবিল পাখি দিয়ে আগ্রাসী ইসরায়িলকে ধ্বংস করে রহমতের মাধ্যমে গাজার মুসলমানদের রক্ষা করার আহ্বান জানান বক্তারা।
এ সময় বক্তারা ইসরায়েলি সকল পণ্য বর্জনের ঘোষণা দেন। সমাবেশে বক্তব্য রাখেন বাংলাদেশ জামায়াতে ইসলামী ভোলা জেলা আমির মাস্টার জাকির হোসেন, নায়েবে আমীর অধ্যক্ষ নজরুল ইসলাম, সেক্রেটারী মাওলানা হারুনুর রশিদ, সাংগঠনিক সম্পাদক অধ্যক্ষ আব্বাস উদ্দিন, সদর আমীর মাওলানা কামাল হোসেন, পৌর আমীর জামাল উদ্দি, সহকারী সেক্রেটারী রুহুল আমিনসহ অন্যান্য জেলা, উপজেলা, ইউনিয়ন নেতৃবৃন্দ।

অপরদিকে বাংলাদেশ জাতীয় পার্টি (বিজেপি)’র মিছিলে জেলা সভাপতি আমিরুল ইসলাম রতন, সাধারণ সম্পাদক মোতাছিম বিল্লাহ্সহ হাজার হাজার নেতা-কর্মীদের সাথে সাধারণ জনগণও অংশগ্রহণ করেন।

ফেসবুকে লাইক দিন

আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ।