খেলাধুলা শিক্ষার্থীদের মধ্যে শৃঙ্খলা সৌহার্দ্য ও ক্রীড়া চেতনা বিকাশে ভূমিকা রাখবে : জেলা প্রশাসক
বড় নেতা হওয়ার আগে ভাল মানুষ হতে হবে : আন্দালিব রহমান পার্থ

স্টাফ রিপোর্টার ॥ বাংলাদেশের জাতীয় পার্টি বিজেপি চেয়ারম্যান ব্যারিষ্টার আন্দালিব রহমান পার্থ বলেছেন, আমরা যারা রাজনীতি করছি ও জনগনের প্রতিনিধি দাবী করছি, তাদেরকে বড় নেতা হওয়ার চাইতে আগে ভালো মানুষ হতে হবে। সত্যিকারের মানুষ হতে পারলেই আমরা রাজনীতিবিদরা মানুষের মনের মনিকোঠায় জায়গা করে নিতে পারবো। তখন জনগণের দোয়া এবং মহান রাব্বুল আলামিনের রহমত আমাদের উপর বর্ষিত হবে। যেমন আমার বাবা মরহুম নাজিউর রহমান মঞ্জু সততা, নিষ্ঠা ও ভালোবাসা দিয়ে মানুষের হৃদয় জয় করেছিলেন। তাই আজো ভোলার মানুষ তাদের প্রাণের নেতা নাজিউর রহমানকে স্মরণ করেন। রবিবার (৬ এপ্রিল) ভোলা শহরের শান্ত নীড়ে পিতা নাজিউর রহমান মঞ্জু মিয়া’র ১৭তম মৃত্যুবার্ষিকী সভায় এসব কথা বলেন তিনি।
তিনি মৃত্যুবার্ষিকীতে মরহুম পিতার জন্য সকলের কাছে দোয়া চান। রবিবার নিজ বাসভবন ‘শান্ত নীড়ে’ বিকেল সাড়ে ৫টায় সাবেক মন্ত্রী মরহুম নাজিউর রহমান মঞ্জুর ১৭তম এ মৃত্যুবার্ষিকীসভা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে ভোলার বিএনপি, জামায়াতে ইসলামী, হেফাজতে ইসলাম ও ইসলামী শাসনতন্ত্র আন্দোলননের জেলা নেতৃবৃন্দসহ সর্বস্তরের হাজারো মানুষ এ দোয়া অনুষ্ঠানে অংশগ্রহন করেন। উল্লেখ্য, নাজিউ রহমান মঞ্জু ২০০৮ সালের ৬ এপ্রিল লিভারে সমস্যা জনিত কারণে মাত্র ৬০ বছর বয়সে ঢাকা ইউনাইটেড হাসপাতালে মারা যান।
