সর্বশেষঃ

২৫ মার্চ গণহত্যা দিবস উপলক্ষে ভোলায় জেলা প্রশাসনের আলোচনা সভা অনুষ্ঠিত

মাহে আলম মাহী ৷৷ ভোলায় ২৫ মার্চ গণহত্যা দিবস উপলক্ষে আলোচনা সভা ও ঐতিহাসিক মহান মুক্তিযুদ্ধ সম্পর্কে স্মৃতিচারণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। দিবসটি উদযাপনের লক্ষ্যে মঙ্গলবার (২৫ মার্চ) সকালে জেলা তথ্য অফিস এর আয়োজনে ও জেলা প্রশাসন এর সার্বিক সহযোগিতায় জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এ আলোচনা সভা ও স্মৃতিচারণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
স্থানীয় সরকার বিভাগের উপপরিচালক মো. মিজানূর রহমান এর সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক মো. আজাদ জাহান। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন পুলিশ সুপার মোহাম্মদ শরীফুল হক, সিভিল সার্জন ডাঃ মুঃ মনিরুল ইসলাম, জেলা বিএনপির আহবায়ক আলহাজ্ব গোলাম নবী আলমগীর। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য প্রদান করেন জেলা তথ্য অফিসার মো. শাহ আব্দুর রহমান নুরন্নবী।
স্মৃতিচারণ করেন আমিনুল ইসলামসহ বীর মুক্তিযোদ্ধারা। এসময় আরও বক্তব্য রাখেন শহীদ পরিবারের সন্তান মো. কামাল হোসেন। এছাড়াও, অনুষ্ঠানে জেলা পর্যায়ের বিভিন্ন উচ্চপদস্থ কর্মকর্তাবৃন্দ, প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকগণ, শিক্ষক, শিক্ষার্থী, স্থানীয় বিশিষ্ট ব্যক্তিবর্গ সহ প্রায় দুই শতাধিক মানুষ উপস্থিত ছিলেন।
বক্তারা ২৫ মার্চের গণহত্যার ভয়াবহতা, মুক্তিযুদ্ধের চেতনা এবং জুলাই অভ্যুত্থান সম্পর্কে আলোচনা করেন। এসময় তারা বৈষম্যহীন বাংলাদেশ গড়ার প্রত্যয় ব্যক্ত করেন। এছাড়াও এই ধরনের অনুষ্ঠান মুক্তিযুদ্ধের চেতনা ও দেশপ্রেমের অনুভূতি আরও দৃঢ় করতে সহায়ক ভূমিকা রাখবে বলেও বক্তারা আশাবাদ ব্যক্ত করেন।

ফেসবুকে লাইক দিন

আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ।