লালমোহনে ৪ শতাধিক অসহায় পরিবারের মাঝে ঈদ সামগ্রী বিতরণ

স্টাফ রিপোর্টার, লালমোহন ॥ নাগরিক উন্নয়ন ফোরাম লালমোহন-তজুমদ্দিনের চেয়ারম্যান জনাব ব্যারিস্টার মোঃ আব্দুর রাহমান খোকার অর্থায়নে লালমোহন উপজেলার ধলিগৌরনগর ইউনিয়নে প্রায় চার শতাধিক অসহায় ও গরিব মানুষের মাঝে ঈদ সামগ্রী বিতরণ করা হয়। ঈদ সামগ্রী বিতরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন নাগরিক উন্নয়ন ফোরাম লালমোহন উপজেলার প্রধান উপদেষ্টা ও লালমোহন উপজেলা জামায়াতের আমির মুহাদ্দিস মোঃ আব্দুল হক।
এসময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন নাগরিক উন্নয়ন ফোরাম লালমোহন- তজুমদ্দিন এর ধলিগৌরনগর ইউনিয়ন উপদেষ্টা ও ইউনিয়ন জামায়াতের আমির মাওলানা জিয়াউল হক নোমান, সেক্রেটারি কাজী মফিজুর রহমান, শ্রমিক কল্যাণ ফেডারেশনের সভাপতি ডাঃ মোঃ ফারুক, ওয়ার্ড সভাপতি মাওঃ ফখরুল ইসলাম, মাওলানা মফিজুল ইসলাম ফরাজী, ভোলা ছাত্র ফোরামের আহ্বায়ক রবিউল ইসলাম রিপনসহ অন্যান্য নেতৃবৃন্দ। বিতরণ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন নাগরিক উন্নয়ন ফোরাম লালমোহন উপজেলার প্রধান সমন্বয়ক মোঃ সিদ্দিকুর রহমান শান্ত। ঈদ সামগ্রী বিতরণ কার্যক্রমে সহযোগী সংগঠন হিসেবে ধলিগৌরনগর সমাজকল্যাণ পরিষদ সার্বিক সমন্বয় করেন।