খালেদা জিয়া ও তারেক রহমানের জন্য দোয়া কামনা
ভোলার রাজাপুরে মাদ্রাসার শিক্ষার্থীদের মাঝে ইফতার বিতরণ

স্টাফ রিপোর্টার ॥ বিএনপির চেয়ারপার্সন ও সাবেক প্রধানমন্ত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়ার রোগ মুক্তি, ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সুস্বাস্থ্য কামনায় দোয়া এবং হাফেজিয়া মাদ্রাসার এতিম ও গরীব শিক্ষার্থীদের সন্মানে ইফতার বিতরণ করেছে রাজাপুর ইউনিয়ন ছাত্রদলের নেতা মোঃ সিফাত হাওলাদার। মঙ্গলবার (২৫ মার্চ) রাজাপুর ইউনিয়নের ক্লোজার বাজার সংলগ্ম একটি হাফেজিয়া মাদ্রাসায় এ দোয়া অনুষ্ঠান এবং ইফতারি বিতরণ করা হয়। দুই শতাধিক মাদ্রাসা শিক্ষার্থী, শিক্ষক ও দুস্থদের মাঝে ইফতার বিতরণে আনন্দিত হয়েছে তারা।
রাজাপুর ইউনিয়ন ছাত্রদলের সম্ভাব্য সভাপতি প্রার্থী মোঃ ছিফাত হাওলাদার বলেন, মাদ্রাসার গরীব ও এতিম শিশুদের নিয়ে দেশনেত্রী বেগম খালেদা জিয়া ও দেশনায়ক তারেক রহমানের জন্য দোয়ার আয়োজন করেছি। সে উপলক্ষে একদিনের জন্য হলেও এ শিশুদের মাঝে ভাল মানের ইফতারির ব্যবস্থা করেছি। শিক্ষার্থীদের এ হাসিতে আমিসহ ছাত্রদলের নেতাকর্মীরা তৃপ্তি পেয়েছে। এ সময় আরো উপস্থিত ছিলেন রাজাপুর ইউনিয়ন বিএনপির সিনিয়র সহ-সভাপতি মোঃ হারুন ফকির, যুগ্ম সাধারণ সম্পাদক আলাউদ্দিন হাওলাদার, ভোলা কলেজ ছাত্রদলের যুগ্ম সাধারণ সম্পাদক ইফতি হোসেন প্রমুখ।