পরিজাত

ড. তাইবুন নাহার রশীদ (কবিরত্ন),

স্বরণের পরিজাত
মদিনার বুলবুল
দুনিয়ার শেষ নবী
হে মুহাম্মদ রাসুল।

আকাশ বাতাস আজ
গাহিছে তোমার গীতি
মনের মাধুরী ঘিরে
বুলায় মনের প্রীতি।

ফুটিছ এমনি দিনে
এমনি সুদিন ক্ষণে
আরবের বুকে দোলা
লাগিল ফাগুন বনে।

ঘুমন্ত আরব পুরী
জাগিল সেদিন ঘরে
জাগিল সুপ্ত জাহান
ইয়া মোহাম্মদ রবে।

বিশ্ববাসী মুসলিমবাসী
তোমার উম্মতগণ
মোস্তফা; পিয়ারা নবী
বিদায় তাদের মন।

জীবন যৌবন তুমি
ত্যাগিছ মোদের তরে
মরু তৃষ্ণার বুকে
কাঁদিয়া খোদার ঘরে।

ফেসবুকে লাইক দিন

আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ।