সর্বশেষঃ

ভোলায় শিক্ষক সমিতি (কামরুজ্জামান)’র ইফতার মাহফিল অনুষ্ঠিত

স্টাফ রিপোর্টার ॥ ভোলায় বাংলাদেশ শিক্ষক সমিতি (কামরুজ্জামান) ভোলা সদর উপজেলার পক্ষ থেকে ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। রবিবার (২৩ মার্চ) ভোলা বাংলা স্কুল মিলনায়তনে এ ইফতার মাহফিলের আয়োজন করা হয়েছে।
ইফতার মাহফিলে ভোলা সদর উপজেলা শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক আনোয়ার পারভেজ’র সঞ্চালনায় ও শিক্ষক সমিতির উপজেলার সভাপতি মোহাম্মদ মেজবাহ উদ্দিনের সভাপতিত্বে বক্তব্য রাখেন-উপজেলা শিক্ষা অফিসার মোঃ রকিবুল হাসান, নাজিউর রহমান ডিগ্রি কলেজের অধ্যক্ষ মোহাম্মদ মহিউদ্দিন, জমিয়াতুল মুদারসেছিন ভোলা জেলার সাধারণ সম্পাদক মাওলানা মোহাম্মদ মোবাশ্বিরুল হক নাঈম, জেলা শিক্ষা গবেষক নূরে আলম, ভোলা জেলা শিক্ষক সমিতির সভাপতি খালেদা খানম, হালিমা খাতুন মহিলা কলেজের প্রভাষক শফিকুল ইসলাম, ভোলা জেলা শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক মিজানুর রহমান মিঠু, টাউন মাধ্যমিক বিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষক মহিউদ্দিন, পৌর বালিকা মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক গোলাম মাহমুদ ও চরনোয়াবাদ মুসলিম মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মুহাম্মদ আবু তাহের প্রমূখ।


এ সময় শিক্ষক নেতারা বলেন, শিক্ষকরা হচ্ছে একটি দেশের দক্ষ মানব স¤পদ গড়ে তোলার কারিগর। অতএব, দেশ উন্নত ও দক্ষ মানব সম্পদ গড়ে তুলতে হলে শিক্ষকদের চাকুরী কাঠামোর বৈষম্য দূর করে চিন্তামুক্ত কর্মক্ষেত্র নিশ্চিত করার দাবি রাখেন সরকারের কাছে। এছাড়াও ইফতার মাহফিলে উপস্থিত ছিলেন-সাংবাদিক ওমর ফারুক, শিমুল চৌধুরী, সাংবাদিক ও শিক্ষক আব্দুস শহিদ তালুকদার, শান্তির হাট মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক তোফায়েল আহমেদ, ইলিয়াছ মিয়া মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোহাম্মদ হেলাল উদ্দিন, গঙ্গাপুর মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোহাম্মদ নিজাম উদ্দিন, তইয়েবা খাতুন মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোহাম্মদ রিয়াজ উদ্দিন, ভেদুরিয়া বালিকা মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক হাদিসুর রহমান ও উপজেলার অন্যান্য মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক ও সহকারী শিক্ষকসহ প্রায় দুই শতাধিক শিক্ষক উপস্থিত ছিলেন।
ইফতারের পূর্বে দেশ, জাতি ও দেশের আপামর শিক্ষকদের সার্বিক কল্যাণ ও অসুস্থ শিক্ষকসহ বিশ্ব মুসলিম উম্মার শান্তি কামনা করে দোয়া মুনাজাত করা হয়। দোয়া মুনাজাত পরিচালনা করেন আলিনগর মাধ্যমিক বিদ্যালয়ের সিনিয়র ধর্মীয় শিক্ষক মাওলানা মোহাম্মদ হোসাইন।


বাংলাদেশ শিক্ষক সমিতি (কামরুজ্জামান) ভোলা সদর উপজেলার সভাপতি আলীনগর মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোহাম্মদ মেজবাহ উদ্দিন বলেন, আমরা এই রমজানে সবাই সবার জন্যে দোয়া করব। আমরা সকল হিংসা-বিদ্বেষ ভুলে এক হয়ে কাজ করব। তাহলেই আমরা আমাদের কাজ দ্বারা দেশ ও জাতির কল্যাণ করতে পারবো।
অন্যদিকে ইফতার মাহফিল অনুষ্ঠানে বাংলাদেশ শিক্ষক সমিতি (কামরুজ্জামান) ভোলা সদর উপজেলার পক্ষ থেকে সদর উপজেলার দুরারোগ্য ক্যান্সার আক্রান্ত ২ শিক্ষক পরিবার ও এক মৃত্যুকালীন শিক্ষক পরিবারকে ১৫ হাজার টাকা করে নগদ আর্থিক সহায়তা প্রদান করা হয়।

ফেসবুকে লাইক দিন

আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ।