ভোলার বাণীতে সংবাদ প্রকাশের পর
ভোলার দক্ষিণ দিঘলদী ইউনিয়ন বিএনপির সভাপতি হারুন দেওয়ানকে অব্যাহতি

ভোলার বাণী রিপোর্ট ॥ ভোলার বহুল প্রচারিত দৈনিক ভোলার বাণীর ২৩ মার্চের সংখ্যায় “ভোলার দক্ষিণ দিঘলদীতে সরকারি চাল দেয়ার নামে চলছে হরিলুট’ ‘অভিযোগের তির হারুন দেওয়ান ও ইসমাইল কাজির দিকে” শীর্ষক একটি সংবাদ প্রকাশিত হয়। চাল চুরির অভিযোগে ওই সংবাদ প্রকাশের পর দক্ষিণ দিঘলদী ইউনিয়ন বিএনপির সভাপতি হারুন দেওয়ানকে দলীয় পদ থেকে অব্যাহতি দেয়া হয়। রবিবার উপজেলা বিএনপির আহ্বায়ক আসিফ আলতাফ ও সদস্য সচিব হেলাল উদ্দিন স্বাক্ষরিত এক পত্রের মাধ্যমে তাকে দল থেকে অব্যাহতি দেয়া হয়। সেখানে বলা হয় দলীয় শৃঙ্খলা ভঙ্গের সু-স্পষ্ট প্রমাণ পাওয়ায় আপনাকে ১৩নং দক্ষিণ দিঘলদী ইউনিয়ন বিএনপির সভাপতিসহ সকল বিএনপির সকল পদ থেকে অব্যাহতি দেয়া গেল।