সুন্দর প্রিয়া

ড. তাইবুন নাহার রশীদ (কবিরত্ন),
আমি তোমাকে বড় সাধ
করে এনেছিলাম
ভীষণ ভালবেসে বিয়ে
করেছিলাম।
দীর্ঘ দুটি বছল তোমার প্রতীক্ষায়
বিনিদ্র রজনী জেগেছিলাম
তুমি যদি অসুখ হয়ে পড়ে থাক
তাহলে বল ? আম কি পেলাম ?
আমি চেয়েছিলাম ভাদ্রের ভরা
নদীর মত তোমার যৌবন
চুম্বনে চুম্বনে, আলিঙ্গনে আলিঙ্গনে
ভরে দেবে আমার মন।
তোমার প্রেমে, তোমার ভালবাসায়
আমি ছিলাম ব্যকুল অধীর
সাগরের উচ্ছলতার মত
উদ্দামতায় ছিলাম অস্থির।
সে ভালবাসার শেষ নেই
সীমা নেই, কুল নেই, কিনারা নেই
অনন্ত কালের মত বলে
প্রিয়া তুমি নাই, ভুলি নাই।