ভোলায় প্রতিবন্ধীদের সমস্যা চিহ্নিতকরণ ও সমাধান বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত

স্টাফ রিপোর্টার ॥ ভোলায় প্রতিবন্ধী কমিউনিটি সেন্টার (পিসিসি) পরিচালিত প্রতিবন্ধী ব্যক্তিদের জীবনমান উন্নয়নের কার্যক্রমকে তরান্বিত করার লক্ষে অনুষ্ঠিত হলো সমস্যা চিহ্নিতকরণ ও সমাধান বিষয়ক একটি কর্মশালা। সোমবার (১৭ মার্চ) সকালে অনুষ্ঠিত কর্মশালায় সভাপতিত্ব করেন পিসিসি’র মনিটরিং অফিসার ওয়াসি আলী। ভোলা সদর উপজেলাধীন পিসিসির জেলা কার্যালয়ে অনুষ্ঠিত বছরের শেষ কর্মশালায় উপস্থিত ড্রাপ সদস্যবৃন্দ তাদের নিজেদের মতামত প্রদান করেন।
গন্যমান্য ব্যক্তি, ধর্মীয় নেতা, শিক্ষকসহ সকল সদস্যদের অংশগ্রহণে অনুষ্ঠিত কর্মশালায় প্রতিবন্ধীদের সমস্যা চিহ্নিতকরণ ও সমাধান বিষয়ে গুরুত্বপূর্ণ মতামত প্রদান করেন পরানগঞ্জ ইসলামিয়া দাখিল মাদ্রাসার সুপার মাওঃ বেলায়েত হোসেন, প্রধান শিক্ষক সুফিয়া বেগম, সাংবাদিক শরীফ হোসাইন, শাহরিয়ার ঝিলন, এ. সি. ডি. অর্জুন ও কয়েকজন প্রতিবন্ধী ব্যক্তিসহ বিভিন্ন পর্যায়ের ড্রাপ সদস্যগণ।
এ সময় সমাজে বসবাসকারী প্রতিবন্ধী ব্যক্তিদের মানবাধিকার রক্ষার বিষয়ে উপস্থিত সকল সদস্যদের সাথে বিস্তারিত আলোচনা করা হয়। প্রতিবন্ধী ব্যক্তিদের মানবাধিকার সংরক্ষণ করার লক্ষে অনুষ্ঠিত কর্মশালায় বক্তারা সকলেই বর্তমান সমাজ ব্যবস্খায় সুবিধা বঞ্চিত ব্যক্তিদের মানবাধিকার প্রাপ্তির ক্ষেত্রে প্রতিবন্ধকতাগুলো তুলে ধরেন এবং বাস্তবায়নের বিভিন্ন পরামর্শ প্রদান করেন। কর্মশালায় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন প্রতিবন্ধী ব্যক্তি, পিসিসির সংশ্লিষ্ট ব্যক্তিবর্গ ও আমন্ত্রিত অতিথিবৃন্দ।