সর্বশেষঃ

নাগরিক সেবায় নিজেকে উৎসর্গ করবো : জেলা প্রশাসক আজাদ জাহান

শরীফ হোসাইন ॥ সপ্তাহের একটি দিন রেখেছেন জনগণের জন্য, গভীর মনোযোগ সহকারে শুনছেন তাদের বিভিন্ন সমস্যার কথা। এছাড়া জেলা প্রশাসকের গণশুনানিতে অংশ নিতে যারা উপড়ে যেতে পারেনি তাদের কথা শুনতে ৩য় তলা থেকে নেমে নীচের লবিতে চলে আসেন। কথা শোনার পর দিচ্ছেন সাধ্যমত সমাধানের আশ্বাস। বলছিলাম ভোলা জেলা প্রশাসক মোঃ আজাদ জাহানের কর্মকান্ডের কথা। তার এমন ব্যতিক্রমী কাজের জন্য প্রসংশায় ভাসছেন তিনি।
এমনই ঘটনা ঘটেছে সোমবার (১৭ মার্চ) দুপুরে জেলা প্রশাসকের কার্যালয়ের নীচে। প্রতিদিনের মত নাগরিকের গণশুনানি চলছিল জেলা প্রশাসক কার্যালয়ের নির্ধারিত হলরুমে। এক পর্যায়ে জানতে পারেন যে দুইজন বিশেষ চাহিদা সম্পন্ন ব্যক্তি জেলা প্রশাসকের কার্যালয়ের সিঁড়ি বেয়ে উপরে উঠতে পারেন নি। তারা নীচে অপেক্ষায় আছেন। তাদের কথা শুনতে পেয়ে তাৎক্ষনিত জেলা প্রশাসক কার্যালয়ের নীচে নেমে আসলেন আজাদ জাহান। শুনলেন তাদের কথা। এ সময় ওই দুই ব্যক্তিকে জাতীয় প্রতিবন্ধী উন্নয়ন ফাউন্ডেশনের মাধ্যমে ২টি হুইল চেয়ার প্রদান করেন। তার এই ব্যতিক্রমী কর্মকান্ডে উপস্থিত অন্যান্য সাধারণ মানুষ সাধুবাদ জানিয়েছেন।
নাগরিক সেবায় আমি নিজেকে সব সময় উৎসর্গ করতে প্রস্তুত। আমি যেখানেই থাকি, সেখানেই নাগরিকের জন্য সচেস্ট থাকবো। আমার কাছে কোন উচু-নীচু, ধনী-দরিদ্র ভেদাভেদ নেই। সকলেই সমান। যারা নিজেদের সমস্যার কথা নিয়ে আমার কাছে ৩য় তলায় যেতে পেরেছে, আর যারা যেতে পারেনি তারা সবাই সমান। তাই নিজের দায়িত্ববোধের কারণেই নীচে এসে জনগণের কথা শুনে সমাধানের চেষ্টা করছি। আমার এই কাজের ধারা ভবিষ্যতেও চলমান থাকবে এমনটাই জানিয়েছেন ভোলার জেলা প্রশাসক আজাদ জাহান।

ফেসবুকে লাইক দিন

আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ।