বীর মুক্তিযোদ্ধা ইউনুছ মিয়া’র ৪র্থ মৃত্যুবার্ষিকী পালিত

স্টাফ রিপোর্টার ॥ ভোলা জেলা অবসরপ্রাপ্ত সশস্ত্র বাহিনী কল্যান সোসাইটি (অসকস) বাংলাদেশের আয়োজনে ভোলা মহাজন পট্টি সার্কুলার রোড ইউনুছ ম্যানসনে দোয়া ও মোনাজাতের মধ্য দিয়ে বীরমুক্তিযোদ্ধা মোহাঃ ইউনুছ মিয়ার ৪র্থ মৃত্যু বার্ষিকী পালিত হয়।
রবিবার (১৬ মার্চ) বীরমুক্তিযোদ্ধা মোহাঃ ইউনুছ মিয়ার ৪র্থ মৃত্যু বার্ষিকীতে তার পরিবার ও ভোলা জেলা অবসরপ্রাপ্ত সশস্ত্র বাহিনী কল্যাণ সংস্থা (অসকস) বাংলাদেশ মরহুমের রূহের মাগফিরাত কামনা করে এক দোয়া মোনাজাতের আয়োজন করে। এ দোয়া মোনাজাতে দেশবাসীর নিকট দোয়া চেয়েছেন তার কনিষ্ঠ পুত্র দৈনিক আজকের দর্পন ভোলা জেলা প্রতিনিধি এবং দৈনিক ভোলার বাণী পত্রিার সিনিয়র স্টাফ রিপোর্টার আশরাফুল আলম সজিব। এ সময় ভোলা কালবেলা প্রতিনিধি ওমর ফারুক, ভোলার বাণীর সম্পাদক মাকসুদুর রহমান, বাসস প্রতিনিধি আল আমিন শাহরিয়ারসহ ভোলার বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সংবাদকর্মীগণ এবং সমাজের গন্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। দোয়া মুনাজাত পরিচালনা করেন বড় জামে মসজিদের ঈমাম মাওলানা নুরে আলম।
উল্লেখ্য, ২০২১ সালের এই দিনে তিনি ভোলা থেকে কয়েকজন বীরমুক্তিযোদ্ধাকে সাথে নিয়ে ভোলা থেকে দৌলতখান উপজেলা মুক্তিযোদ্ধা অফিসে যাওয়ার পথে অসুস্থ হয়ে পরেন পরবর্তীতে তাকে ভোলা সদর হাসপাতালে নিয়ে আসলে ডাক্তার তাকে মৃত ঘোষণা করেন।
বীর মুক্তিযোদ্ধা মোহাঃ ইউনুছ মিয়া বাংলাদেশ সেনাবাহিনীর ল্যান্স কর্পোরাল (সিগনাল) পদে দ্বায়িত্ব পালন করেন। ১৯৭০ সালে পাকিস্তান সেনাবাহিনিতে উদ্যমী একজন সৈনিক হিসেবে নির্বাচিত হয়ে ১৯৭০ সালের ১৫ জুন কুমিল্লা ক্যান্টনমেন্টে চাকুরিতে যোগ দেন। পরবর্তিতে ১৯৭১ সালের ২৫ মার্চ গভীর রাতে কুমিল্লা ক্যান্টনমেন্ট থেকে সকল বাঙ্গালী অফিসার পাকিস্তান সেনাবাহিনী থেকে সকল সৈনিকগণ বিদ্রোহ করে কুমিল্লা ক্যান্টনমেন্ট থেকে অস্ত্রসহ বেরিয়ে আসে এবং নিজ নিজ এলাকায় গিয়ে মিত্র বাহিনীর সাথে মুক্তি সংগ্রামে যোগ দেন মোহাঃ ইউনুছ মিয়া। তিনি ৯ নম্বর সেক্টরের অধীনে যুদ্ধ করেন। দেশ স্বাধীন হবার পর তিনি বাংলাদেশ সেনা বাহীনিতে যোগ দেন এবং দেশে ও জাতিসংঘ শান্তিরক্ষী মিশনে কৃতিত্বের স্বাক্ষর রাখেন। ১৯৭৬ সালে তিনি চাকুরি থেকে অবসরে আসেন। তিনি অবসরপ্রাপ্ত সেনা সদস্যদের সমন্বয়ে অবসরপ্রাপ্ত সশস্ত্র বাহিনী কল্যাণ সংস্থা (অসকস) নামে একটি সমবায় প্রতিষ্ঠানের সিনিয়র সহ-সভাপতি পদে দায়িত্ব পালন করেছিলেন।