সর্বশেষঃ

গণধর্ষণ ও পর্নোগ্রাফি মামলার অপর আসামী চট্টগ্রাম থেকে গ্রেফতার

স্টাফ রিপোর্টার ॥ ভোলার চরফ্যাশন উপজেলার দক্ষিণ আইচা থানার ঢালচর ইউনিয়নের গনধর্ষণ মামলার এজাহারনামীয় আসামী ইসমাইল (২২) গ্রেফতার করেছে পুলিশ। শনিবার (১৫ মার্চ) চট্টগ্রামের চান্দগাঁও এলাকা হতে সিএমপি পুলিশের সহায়তায় দক্ষিণ আইচা থানা পুলিশ তাকে গ্রেফতার করতে সক্ষম হয়।
ভোলায় পুলিশ সুপারের কার্যালয়ের এক প্রেস ব্রিফিং এর মাধ্যমে এ তথ্য তুলে ধরেন পুলিশ সুপার শরিফুল ইসলাম। তিনি জানান, গত ০৬-০৩-২০২৪ তারিখ রাত অনুমান ১টার সময় ঢালচর ইউনিয়নের ৭নং ওয়ার্ড ভদ্রপাড়া আজাহার মাস্টার এর বাড়ীর পার্শ্বেবর্তী মেঘনা নদীর তীরে আসামী ইসমাইল, নিবিড়, আকতার, শরীফ ও মনির এক নারী কে জোরপূর্বক ধর্ষণ করে এবং মোবাইলে ধর্ষণের ভিডিও চিত্র ধারণ করে। উক্ত ঘটনায় দক্ষিণ আইচা থানায় চলতি বছরের ২৫ ফেব্রুয়ারী নারী ও শিশু নির্যাতন আইন ২০০০ এর ৯(৩) তৎসহ পর্ণোগ্রাফি নিয়ন্ত্রণ আইন ২০১২ এর ৮(২)/৮ (৩) রুজু হয়। মামলা নম্বর-০৫।
উক্ত মামলার ৩নং আসামী ইসমাইল (২২) কে চট্টগ্রামের চান্দগাঁও এলাকা হতে সিএমপি পুলিশের সহায়তায় দক্ষিণ আইচা থানা পুলিশ তাকে গ্রেফতার করতে সক্ষম হয়। অন্যান্য আসামীদের গ্রেফতারের অভিযান অব্যাহত রয়েছে বলে জানান ভোলার পুলিশ সুপার শরিফুল ইসলাম।

ফেসবুকে লাইক দিন

আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ।