সর্বশেষঃ

ভোলায় পুনাকের মাসব্যাপী শিল্প পণ্য মেলার উদ্বোধন

মাহে আলম মাহী ৷৷ ভোলায় পুলিশ নারী কল্যাণ সমিতি (পুনাক) এর উদ্যোগে মাসব্যাপী শিল্প পণ্য মেলা শুরু হয়েছে। বুধবার (১২ মার্চ, ২০২৫) সকালে ভোলা সরকারি বালক উচ্চ বিদ্যালয় মাঠে ফিতা কেটে ও শান্তির প্রতীক পায়রা উড়িয়ে মাসব্যাপী এ শিল্প পণ্য মেলার উদ্বোধন করেন পুনাক ভোলা’র সভানেত্রী রোখসানা সুলতানা। এসময় উপস্থিত ছিলেন পুনাকের সহ-সভানেত্রী সেতু হালদার, সদস্য মিশু রহমানসহ ভোলা জেলা পুলিশের বিভিন্ন ঊর্ধ্বতন কর্মকর্তা, পুলিশ সদস্যগণ এবং দর্শনার্থীরা। মেলার উদ্বোধন পরবর্তী এক আলোচনা সভায় বক্তারা মেলার উদ্দেশ্য ও গুরুত্ব সম্পর্কে বক্তব্য রাখেন এবং তাঁরা এ ধরনের উদ্যোগকে স্থানীয় অর্থনৈতিক উন্নয়ন এবং সামাজিক কল্যাণের জন্য গুরুত্বপূর্ণ উল্লেখ করেন।
এছাড়া, বক্তারা নারী ক্ষমতায়ন এবং পুলিশের পক্ষ থেকে তাদের কল্যাণের জন্য বিভিন্ন কার্যক্রমের কথা তুলে ধরেন। তাঁরা সকল ব্যবসায়ী এবং মেলায় অংশগ্রহণকারী সকল নারী উদ্যোক্তাকে শুভেচ্ছা জানান এবং তাদের কঠোর পরিশ্রমের জন্য প্রশংসা করেন।
এসময় বক্তারা আরও বলেন এই মেলা থেকে আরও বড় ধরণের শিল্প উদ্যোক্তা বেরিয়ে আসবে।যারা দেশের অর্থনীতিতে ভূমিকা রাখতে পারবে। ভোলা যাতে শিল্পোন্নত জেলা হতে পারে সেজন্য সকলকে কাজ করতে হবে। মেলার উদ্বোধন শেষে বিভিন্ন স্টল ঘুরে দেখেন পুনাকের সভানেত্রী রোখসানা সুলতানাসহ অন্যান্য অতিথিরা।
মেলা প্রায় এক মাসব্যাপী চলবে এবং এতে দেশীয় শিল্প, হস্তশিল্প, বিভিন্ন গৃহস্থালী পণ্য, খাদ্য সামগ্রী, অঙ্গ-প্রত্যঙ্গ ও উন্নয়নমূলক পণ্য প্রদর্শিত হবে। এবারের মেলায় ৮০ টি স্টল রয়েছে। প্রতিদিন সকাল থেকে রাত ১০টা পর্যন্ত মেলার স্টলগুলো খোলা থাকবে এসময়ের মধ্যে দর্শনার্থীরা মেলায় আসতে পারবেন এবং মেলার বিভিন্ন স্টল ঘুরে ঘুরে তাদের পছন্দের পণ্য সামগ্রি ক্রয় করতে পারবেন।

ফেসবুকে লাইক দিন

আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ।