ধর্ষনের বিচার ও ধর্ষকের সর্বোচ্চ শাস্তির দাবিতে
ভোলায় ইসলামী ছাত্র আন্দোলনের বিক্ষোভ মিছিল

স্টাফ রিপোর্টার ॥ দেশব্যাপী সকল ধর্ষনের বিচার ও ধর্ষকের সর্বোচ্চ শাস্তির দাবিতে ভোলায় বিক্ষোভ মিছিল করেছে ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ ভোলা জেলা উত্তর শাখা। কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে বুধবার (১২ মার্চ) দুপুর আড়াইটার দিকে শহরের কালিনাথ রায়ের বাজারস্থ হাটখোলা জামে মসজিদ প্রাঙ্গন থেকে এ বিক্ষোভ মিছিল বেবর হয়। মিছিলটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে ভোলা প্রেসক্লাবের সামনে গিয়ে শেষ হয়। বিক্ষোভ মিছিল শেষে বক্তারা প্রেসক্লাবের সম্মুখে সংক্ষিপ্ত বক্তব্য রাখেন। বিক্ষোভ মিছিল পূর্ব সমাবেশে ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ ভোলা জেলা উত্তর শাখার সভাপতি মুহাম্মাদ মাহমুদুল হাসান এর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক এইচএম ইয়ামিন ইরফানের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন ইসলামী আন্দোলন বাংলাদেশ ভোলা জেলা উত্তর শাখার যুগ্ম সম্পাদক মুফতি আব্দুল মোমিন। তিনি বলেন ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে দেশব্যাপী সকল ধরনের বিচার ও দর্শকের সর্বোচ্চ শাস্তি মৃত্যুদ- কার্যকরের দাবিতে আজকের বিক্ষোভ সমাবেশ।
আমরা আজ বিক্ষোভ মিছিল পূর্ব সমাবেশে যে জন্য একত্রিত হয়েছে সেটি হচ্ছে-বর্তমানে বিচারহীনতার সংস্কৃতি ও অপরাধীদের রাজনৈতিক আশ্রয়-প্রশ্রয়ই এই ভয়াবহ পরিস্থিতির জন্য দায়ী। ইসলামই একমাত্র পূর্ণাঙ্গ জীবন ব্যবস্থা। যেখানে ধর্ষণের বিরুদ্ধে সর্বোচ্চ শাস্তির বিধান রয়েছে। ইসলামী অনুশাসন প্রতিষ্ঠার মাধ্যমেই সমাজ থেকে ধর্ষণ ও সকল প্রকার অনৈতিকতা নির্মূল করা সম্ভব। ধর্ষণকে সমাজ থেকে নির্মূল করতে হলে আমাদের ইসলামকে রাষ্ট্রীয় ক্ষমতায় প্রতিষ্ঠিত করতে হবে। তাহলেই এদেশ থেকে ধর্ষন নির্মূল করা সম্ভব।
তিনি আরো বলেন, বাংলাদেশে আজকে আমরা যে শাহাবাগীদের আন্দোলনে দেখতে পাই, তাদের পোষাক পরিচ্ছদে যুবসমাজকে ধর্ষনের দিকে আকৃষ্ট করে। অতএব বলতে চাই ধর্ষনকে বন্ধ করতে হলে আমাদের নারীদের অবাধ চলাফেরায় খোলামেলা পোশাককে নিষিদ্ধ করতে হবে। দেশের আইন সঠিকভাবে কার্যকর না হওয়া এবং নারীদের খোলামেলা চলাফেরায় আমাদের দেশে ধর্ষন মহামারী আকারে ধারণ করেছে। আমরা অন্তর্র্বতীকালীন সরকারকে বলবো দ্রুত বিচার বিভাগের বিশেষ ট্রাইবুনাল গঠন করে ধর্ষকের সর্বোচ্চ শাস্তি মৃত্যুদন্ড নিশ্চিত করতে হবে।
এছাড়া বক্তারা বলেন, দেশব্যাপী লাগাতার ধর্ষণ, নারী ও শিশু নির্যাতনের ঘটনায় আমরা গভীরভাবে উদ্বিগ্ন ও ক্ষুব্ধ। বাংলাদেশে ধর্ষণ ভয়াবহ রূপ নিয়েছে। প্রতিদিন কোথাও না কোথাও আমাদের মা-বোনেরা পাশবিক নির্যাতনের শিকার হচ্ছেন, অথচ প্রশাসন ও আইন-শৃঙ্খলা বাহিনী এসব অপরাধ দমনে কার্যকর কোনো ব্যবস্থা নিতে ব্যর্থ হচ্ছে। আগামী ৭২ ঘণ্টার মধ্যে ধর্ষকের শাস্তির বিধান কার্যকর করার জন্য দাবি পেশ করেন। ধর্ষণের বিচার নিশ্চিতের লক্ষ্যে দ্রুততম সময়ে বিচার বিভাগের বিশেষ ট্রাইব্যুনাল গঠন করতে হবে এবং ধর্ষকদের সর্বোচ্চ শাস্তি মৃত্যুদন্ড কার্যকর করার বিধান রেখে প্রজ্ঞাপন জারি করতে হবে।
এসময় মানববন্ধনে উপস্থিত ছিলেন ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ-এর কেন্দ্রীয় সূরা সদস্য মুহাম্মাদ আবু জাফর। বিক্ষোভ মিছিল পূর্ব সমাবেশে আরো বক্তব্য রাখেন ইসলামী যুব আন্দোলন বাংলাদেশ ভোলা জেলা উত্তর শাখার যুগ্ম সাধারণ সম্পাদক মাওলানা মুহাম্মদ হাবিবুল্লাহ, সহ-সভাপতি মুহাম্মদ হাবিবুর রহমান, দাওয়া সম্পাদক হোসাইন আহমেদ শাহীন, প্রকাশনা ও দপ্তর সম্পাদক মোঃ মাহবুবুর রহমান, আলিয়া মাদ্রাসা সম্পাদক মোঃ মাইনুদ্দিন ও ভোলা সদর থানা শাখার সভাপতি মুহাম্মাদ হোসাইন আহমেদ, বোরহানউদ্দিন থানা সভাপতি এইচএম ইসমাইল ও দৌলতখান থানা সহ-সভাপতি মুহাম্মদ কেফায়েত, ভোলা সরকারি কলেজ সহ-সভাপতি মুহাম্মদ হাসান, প্রশিক্ষণ সম্পাদক আরিফ বিল্লাহ ওমর প্রমূখ।