তজুমদ্দিনে বিএনপির সাবেক সভাপতি আলী হায়দার চৌধুরীর মৃত্যু, মেজর হাফিজের শোক

স্টাফ রিপোর্টার ॥ ভোলার তজুমদ্দিন উপজেলা বিএনপির প্রতিষ্ঠাতা সভাপতি আলী হায়দার চৌধুরী ইন্তেকাল করেছেন (ইন্নালিল্লাহি——–রাজিউন) মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৯৫ বছর। সমাজ সেবক ও রাজনৈতিক ব্যক্তিত্ব জনাব আলী হায়দার চৌধুরী চির কুমার ছিলেন। মঙ্গলবার (১১ মার্চ) রাত সাড়ে ৮ টায় ঢাকার একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেন। সোমবার দুপুরে নামাজে যানাজা শেষে তাকে পারিবারিক গোরস্থানে দাফন করা হয়।
মরহুম আলী হায়দার চৌধুরীর যানাজায় উপস্থিত হয়ে শোক প্রকাশ করে বক্তব্য রাখেন কেন্দ্রীয় বিএনপির স্থায়ী কমিটির সদস্য মেজর (অবঃ) হাফিজ উদ্দিন আহমেদ বীর বিক্রম। সমবেদনা জানিয়ে আরো বক্তব্য রাখেন উপজেলা বিএনপি আহবায়ক গোলাম মোস্তফা মিন্টু, সদস্য সচিব ওমর আসাদ রিন্টু, যুগ্ম আহবায়ক হাসান মাকসুদুর রহমান, অধ্যক্ষ আলহাজ্ব মাওঃ মোস্তাক আহমেদ প্রমূখ।