সর্বশেষঃ

ভোলায় প্রাইম ব্যাংক জাতীয় স্কুল ক্রিকেট টুর্নামেন্টের উদ্বোধন

স্টাফ রিপোর্টার ॥ বাংলাদেশ ক্রিকেট বোর্ডের আয়োজনে এবং জেলার ক্রীড়া সংস্থার ব্যবস্থাপনায় ভোলা সরকারি কলেজ মাঠে তারুণ্যের উৎসব-২০২৫ প্রাইম ব্যাংক জাতীয় স্কুল ক্রিকেট টুর্নামেন্ট ২০২৪-২৫ এর উদ্বোধন করা হয়। শুক্রবার (২৮ ফেব্রুয়ারী) উদ্বোধনী অনুষ্ঠানে জেলা ক্রীড়া অফিসার ও সদস্য সচিব মোঃ সাফাতুল ইসলামের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক মোঃ আজাদ জাহান। বিশেষ অতিথি ছিলেন ভোলা সরকারী কলেজের অধ্যক্ষ (ভারপ্রাপ্ত) প্রফেসর মুহাম্মদ মহিউদ্দিন, জেলা কোচ নজরুল হুদা গোফরান।
উদ্বোধনী ম্যাচে অংশগ্রহণ করেন ভোলার টাউন কমিটি মাধ্যমিক বিদ্যালয় বনাম দক্ষিণ আলীনগর মাধ্যমিক বিদ্যালয়। আম্পেয়ার হিসেবে দায়িত্ব পালন করেন ফখরুল ইসলাম রিঙ্কু ও বেনু চন্দ্র দাস। উদ্বোধনী খেলায় টসে জিতে দক্ষিণ আলীনগর মাধ্যমিক বিদ্যালয় ফিল্ডিং এর সিদ্ধান্ত গ্রহণ করে েেভালা টাউন কমিটির মাধ্যমিক বিদ্যালয়কে ব্যাটিংয়ে পাঠায়। প্রথমে ব্যাটিং করে ভোলা টাউন কমিটি মাধ্যমিক বিদ্যালয় ২৪.৪ ওভারে ১০ উইকেট হারিয়ে করে ৯৬ রান। টার্গেটে নেমে দক্ষিণ আলীনগর ১২ ওভার ২ বলে ৪ উইকেটে ৯৭ রান করে ৬ উইকেটের এক বড় জয় পায়।

ফেসবুকে লাইক দিন

আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ।