ভোলায় জংশন প্রিমিয়ার লীগ মিনিবার ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত

স্টাফ রিপোর্টার ॥ ভোলা সদর উপজেলার ইলিশা জংশন প্রিমিয়ার লীগ মিনিবার ফুটবল টুর্নামেন্ট এর ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার বিকালে গাজীপুর মাধ্যমিক বিদ্যালয়ের মাঠে জাঁকজমক ভাবে এ খেলা অনুষ্ঠিত হয়। টুর্নামেন্ট সভাপতি সরদার মনির হোসেন এর সভাপতিত্বে সোহেল গাজী, সাইমন শান্ত, শরীফ ফরাজী, হাসান বেপারীর পরিচালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মিজানুর রহমান মাসুদ।
গেস্ট অব অনার হিসেবে উপস্থিত ছিলেন জেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব মুনতাসীর আলম রবিন চৌধুরী। এ সময় আরো উপস্থিত ছিলেন জেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক ইয়াকুব শাহ জুয়েল, সাবেক সহ-সভাপতি মনির হোসেন, যুগ্ম সাধারণ সম্পাদক কামাল মোল্লা প্রমুখ।