রক্তস্নাত একুশে ফেব্রুয়ারী

ড. তাইবুন নাহার রশীদ (কবিরত্ন),

একুশে ফেব্রুয়ারী একুশে ফেব্রুয়ারী

রক্তস্নাত উন্নিশ’ শ বায়ান্ন সাল

বাংলার বুকে নেমে এসেছিল

মহাসমুদ্র, মহাকাল

উন্নিশ্য বায়ান্ন সাল।

লক্ষ লক্ষ কণ্ঠের আর্ত চিৎকারে সেদিন

বাংলার আকাশ বাতাস কেঁদে উঠেছিল

বরকত, ছালাম, জব্বার, রফিক

বাংলা ভাষার জন্য প্রাণ দিল।

ওদের তাজা রক্তে আজও

ঢাকার আকাশ প্রান্তর রাঙ্গা হয়ে আছে

স্বৈরাচারীকে ফাঁসী দাও মা–

বলছে আমাদের কাছে।

বলছে মাগো- ওরা কথায় কথায়

গুলি মারে গায়

ওরা শিকল পরাতে চায় পায়

ওরা আমাদের মায়ের ভাষা কেড়ে নিতে চায়।

তোমরা দোয়া করো মাগো–

সকলে যেন দোয়া করে

আমরা যেন ফিরে আসি

বাংলার ঘরে ঘরে।

স্বৈরাচারী শাসন তন্ত্রের কাঠামো

আমরা ভেঙ্গে ফেলব

সোনার বাংলাকে আমরা

সোনার মত করে গড়ব।

আজও যেন শুনতে পাই

রাষ্ট্রভাষা বাংলা চাই

রাষ্ট্রভাষা বাংলা চাই, রাষ্ট্রভাষা ভাংলা চাই

বাংলা ছাড়া বাঙ্গালীর ভাই আর কিছু নাই

রাষ্ট্রভাষা বাংলা চাই, রাষ্ট্রভাষা বাংলা চাই।

ফেসবুকে লাইক দিন

আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ।