ভোলার ১৫০ বছরের ঐতিহ্যকে কোন ভাবেই নস্ট হতে দেয়া হবে না

ভোলার কাঁচা-মাছ-গোস্ত-মুরগী বাজার হস্তান্তরের প্রস্তাবের প্রতিবাদে ব্যবসায়ীদের প্রতিবাদ সভা

স্টাফ রিপোর্টার ॥ ভোলার কাঁচা, মাছ, গোস্ত, মুরগী বাজার বিদ্যমান কিচেন মার্কেট, খালপাড়, চকবাজার হতে ভোলা পৌর সভার ৪নং ওয়ার্ডের বৈদ্য বাড়ী সংলগ্ন গরুর হাটের কাছে স্থানান্তর করার প্রস্তাবের প্রতিবাদে মঙ্গলবার সন্ধ্যায় শহরের পরিবেশক সমিতির অফিসে ভোলায় সকল ব্যবসায়ীবৃন্দ প্রতিবাদ সভা করেন। সভায় বস্ত্র মালিক সমিতির সভাপতি মফিজুল ইসলাম মিলনের সভাপতিত্বে বক্তব্য রাখেন সাধারণ সম্পাদক অসিম কুমার সাহা, পরিবেশক সমিতির সম্পাদক নাজমূল হাসান, মুদি ব্যবসায়ী সমিতির সম্পাদক কামরুল হাসান, কাঁচা বাজার ব্যবসায়ী সমিতির সভাপতি মতিন মিয়া, মাছ বাজার ব্যবসায়ী সমিতির সভাপতি মোতাহার হোসেন, মুরগী বাজার ব্যবসায়ী সমিতির সভাপতি শাহে আলম, চাবি মেকার সমিতির সভাপতি ফারুক হোসেন, পান-সুপারী ব্যবসায়ী সমিতির সম্পাদক ইলিয়াছ প্রমূখ।
এ সময় বক্তারা ভোলার কাঁচা, মাছ, গোস্ত, মুরগী বাজার বিদ্যমান কিচেন মার্কেট, খালপাড়, চকবাজার হতে ভোলা পৌর সভার ৪নং ওয়ার্ডের বৈদ্য বাড়ী সংলগ্ন গরুর হাটের কাছে স্থানান্তর করার যে প্রস্তাব দেয়া হয়েছে তার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানান। ভোলার ১৫০ বছরের ঐতিহ্যকে কোন ভাবেই নস্ট হতে দেয়া হবে না। কোন ভাবেই বাজার ভোলা শহর থেকে ৩-৪ কিলোমিটার দূরে নিতে দেয়া হবে না। যদি নেয়া হয় তা হলে যেমন সাধারণ জনগণের অর্থের অপচয় হবে, ঠিক তেমনি সময়েরও অপচয় হবে। এছাড়াও ওই এলাকাটি শহর থেকে অনেটাক দূরে এবং নির্জন। এই সুযোগকে কাজে লাগাবে ছিনতাইকারীরা।
এছাড়া বক্তারা আরো বলেন, কারো ব্যক্তি স্বার্থে যদি ভোলার খালের উপর ভাসমান রেস্টুরেন্ট দিতে পারে, তা হলে এই সকল বাজারগুলোও খালের উপর দেয়া হোক। ব্যক্তি স্বার্থে বাজারগুলো শহর থেকে দূরে নেয়া হলে তাও কঠোর হস্তে দমন করা হবে। এ সকল বাজারগুলোর সাথে ভোলার অন্যান্য মার্কেট ও বাজারগুলো ওতোপ্রতোভাবে জড়িত। এখান থেকে যদি বাজার সরিয়ে অন্যত্র নেয়া হয় তা হলে ওই সকলও ব্যসায়ীরাও চরম ক্ষতির সম্মুখিন হবে। তাই এই ঝুঁকিপূর্ণ এলাকাতে ভোলার বাজার কোন ভাবেই স্থানান্তর করা যাবে না।
উল্লেখ্য, করোনাকালীন সময়ে ভোলার কাঁচা, মাছ, গোস্ত, মুরগী বাজার ভোলা সরকারী বালক উচ্চ বিদ্যালয়ের মাঠ এবং নতুন বাজারে নেয়ায় ব্যবসায়ীরা চরম ক্ষতির সম্মুখিন হয়। সেই অবস্থার পুনরাবৃত্তি যেন না হয় তার দিকে ভোলার সকল মহলকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে।

ফেসবুকে লাইক দিন

আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ।