চরফ্যাশনের ব্যবসায়ী সুজনের উপর হামলার প্রতিবাদে সংবাদ সম্মেলন

স্টাফ রিপোর্টার ॥ ভোলার চরফ্যাশনের বিশিষ্ট ব্যবসায়ী মোঃ সুজনের উপর হামলা অফিস ভাংচুর ও লুটপাটের অভিযোগে চিহ্নিত সন্ত্রাসী ও চাঁদাবাজ খাইরুল ইসলাম সোহেলসহ তার সহযোগীদের বিচারের দাবীতে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার দুপুরে ভোলা প্রেসক্লাবে এ সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়।
ভুক্তভোগী মোঃ সুজন অভিযোগ করে বলেন, আমি চরফ্যাশন উপজেলার আল-আরাফাহ বহুমুখী সমবায় সমিতির পরিচালক। মোঃ কামাল নামের একজন গ্রাহক সমিতির ঋণের খেলাপীর টাকা দীর্ঘ দিন যাবৎ দেয়না বলে আমি তাকে অফিসে ডেকে আনি। এসময় চরফ্যাশন পৌরসভার ৫নং ওয়ার্ডের আবুল খায়ের খানের ছেলে খায়রুল ইসলাম সোহেল আমাকে ফোনে হুমকী দিয়ে বলে কামালের কাছ থেকে ঋণের বকেয়া কোন টাকা নেয়া যাবে না। আমি তার এ অন্যায় আবদারে রাজি না হওয়াতে সে গত ১০ ফেব্রুয়ারী দুপুর ১২টার দিকে খায়রুল ইসলাম সোহেলের নেতৃত্বে ৬০/৭০জন সন্ত্রাসী আমার চরফ্যাশন বাজারের চাউলপট্টি আল-আরাফাহ সমবায় সমিতির কার্যালয়ে অনাধিকার ভাবে প্রবেশ করে। এসময় তারা আমার উপর অতর্কিত ভাবে হামলা চালায়। এ সময় সন্ত্রাসীরা আমার অফিসে থাকা ল্যাপটপ, প্রয়োজনীয় কাগজপত্র ও বিভিন্ন দামীয় আসবাবপত্র লুট করে নিয়ে যায়। এরপর স্থানীয়রা আমাকে উদ্ধার করে (নিরাপত্তা জনীত কারণে) ভোলা সদর হাসপাতালে ভর্তি করেণ। এ ব্যাপারে আমি চরফ্যাশন থানায় একটি অভিযোগ দাখিল করেছি। কিন্তু এক অদৃশ্য ইশারায় পুলিশ এখনো মামলাটি এফআইআর করেনি।
লিখিত বক্তব্যে ভুক্তভোগী সুজন আরো অভিযোগ করে বলেন, বর্তমানে সে সন্ত্রাসী সোহেল আমার উপর হুমকী-ধামকী অব্যাহত রেখেছে। তার ভয়ে এখন আমি আমার প্রতিষ্ঠানে বসতে পারছি না। সে হুমকী দিয়ে আমার অফিসের ঘর মালিককে বলেছে, আমি যদি অফিসে যাই তাহলে আমার অফিসটি আগুন লাগিয়ে পুরিয়ে দেয়া হবে। এ ব্যাপারে অভিযুক্ত খায়রুল ইসলাম সোহেলের বক্তব্য নেয়ার জন্য মোবাইল ফোনে বার বার চেষ্টা করলেও সে ফোন রিসিভ করেনি।

ফেসবুকে লাইক দিন

আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ।