দৌলতখান সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ে ৫৬তম বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত

মো: মিরাজ হোসাইন : ভোলা দৌলতখান সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ে ৫৬ তম বার্ষিক ক্রীড়া, সাহিত্য ও সাংস্কৃতিক প্রতিযোগিতায় পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। সোমবার (১৭ ফেব্রুয়ারি) সকাল ১১টায় বিদ্যালয় প্রাঙ্গণে সিনিয়র শিক্ষক নুসরাত সুলতানা সুমি’র সঞ্চালনায় প্রধান শিক্ষক এ.কে.এম মনিরুল ইসলামের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) নিয়তি রাণী কৈরী।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, দৌলতখান সরকারি আবু আব্দুল্লাহ কলেজের অধ্যক্ষ মো. মতিউর রহমান, থানা অফিসার ইনচার্জ (ওসি) জিল্লুর রহমান, মহিলা কলেজ অধ্যক্ষ জাবির হাচনাইন জাকির, সরকারি আবু আব্দুল্লাহ কলেজের প্রভাষক মাহমুদা আক্তার, ছাকিনা আদর্শ একাডেমির প্রধান শিক্ষক মোহাম্মদ মনিরুল ইসলাম, প্রবীণ শিক্ষক মোহাম্মদ আলী হোসেন, দৌলতখান সরকারি উচ্চ বিদ্যালয়ের সিনিয়র সহকারি শিক্ষক মো. হাবিব উল্লাহ, হামিদ উল্লাহ পারভেজ, প্রাথমিক শিক্ষক সমিতির সভাপতি মো. নোমান, সাধারণ সম্পাদক মো. আব্দুল হাই, পৌর জামায়াতের আমির প্রভাষক গোলাম মাওলা, দৌলতখান প্রেসক্লাবের সিনিয়র সহ-সভাপতি আবুল খায়ের, রিপোর্টার্স ইউনিটির সাংগঠনিক সম্পাদক মো. মিরাজ হোসাইন সহ প্রমুখ।

 

ফেসবুকে লাইক দিন

আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ।