বন্ধু মহল মানবতার সেবা নিয়ে অসহায় মানুষের পাশে

স্টাফ রিপোর্টার, লালমোহন ॥ বন্ধু মহল সামাজিক সংগঠন, যার কাজ অসহায় মানুষের পাশে দাঁড়ানো, মানবতার সেবা নিয়ে এগিয়ে যাওয়া সেখানে মানবতার জন্য মানুষের পাশে সবসময় সহযোগিতার হাত বাড়িয়ে রাখে বন্ধু মহল। ভোলার শাখার ২০২৪/২৫ সালের কার্যকারি কমিটির সকলেই মিলে চট্টগ্রামে বিভিন্ন এলাকার অসহায় মানুষের পাশে দাড়িয়েছে বন্ধু মহল।
এই সংগঠনিক প্রতিষ্ঠা করেন মোঃ হেলাল উদ্দিন, চট্টগ্রাম ইউনিট থেকে ৪০টি ও বেশি সেবা প্রদান করেন তারা এছাড়াও, বাঁশখালীতে এক অসহায় ব্যবসায়ীকে ব্যবসাসহ পূর্ণ বাসন করে দিয়েছেন। চট্টগ্রামের শিকল বাহা এলাকায় ঘর মেরাম ও ব্যবসার পূর্ণবাসন এবং এক হাফেজকে অপারেশনের জন্য আর্থিক সহযোগিতা করেন। সামাজিক ভাবে অসহায় পরিবারে বিয়ের জন্য আর্থিক অনুদানসহ ৪০ টি পরিবার কে বিভিন্ন সেবা প্রদান করা হয়েছে।
এছাড়াও তারা ভোলার লালমোহনের নিজ এলাকায়, চরভূতা ইউনিয়নের হরিগঞ্জ বাজার গরুর হাটখোলা স্থানে এক চাচাকে দোকান মেরামত করে, তার ব্যাবসা করার সকল উপক্রম দেওয়া হয়েছে। সকল সদস্যরা নিজ নিজ এলাকার অসহায় ব্যক্তিদের জন্য বিভিন্ন সময় বিভিন্নভাবে পাশে দাড়ায়, বন্ধু মহল। এটি একটি অরাজনৈতিক সংগঠন। এখানে সকল শ্রেণীর সকল বয়সের লোকজন জড়িত বন্ধু মহলের।

ফেসবুকে লাইক দিন

আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ।