ভোলায় ২৭ মামলার আসামী বাদশা সিকদার গ্রেপ্তার

স্টাফ রিপোর্টার ॥ ভোলা সদর উপজেলার পূর্ব ইলিশা ৮নং ওয়ার্ডের বাসিন্দা বাদশা সিকদার (৪৫) কে আটক করেছে র‌্যাব-৮ এর সদস্যরা। বাদশা সিকদার ওই এলাকার দাইমুউদ্দিন সিকদারের ছেলে। গতকাল রাতে ভোলা সদর ক্যাম্প র‌্যাব-৮ এর সদস্যরা গুপ্তমুন্সী এলাকা থেকে বাদশা সিকদার কে আটক করেন।
র‌্যাব জানান, বাদশা সিকদারের বিরুদ্ধে ভোলা জেলার সদর ও দৌলতখান থানায় ২৭টি মামলা রয়েছে, যাহার মধ্যে চাঁদাবাজির মামলা ১০ টি, হত্যার চেষ্টাসহ মারামারির মামলা ০৯ টি, মাদক মামলা ০২ টি, অস্ত্র মামলা ০১ টি, হত্যা মামলা ০১ টি, ধর্ষন ও গনধর্ষন মামলা ০৪ টি রয়েছে। বাদশা সিকদারকে ভোলা সদর থানায় পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য হস্তান্তর করা হয়েছে বলে জানা গেছে। উল্লেখ্য, অস্ত্রসহ এর আগেও গ্রেপ্তার হয়েছে বাদশা সিকদার।

ফেসবুকে লাইক দিন

আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ।