বোরহানউদ্দিনে অনুদানের চেক বিতরণ

মোঃ ইকবাল হোসেন ॥ ভোলার বোরহানউদ্দিন উপজেলা সমাজসেবা কার্যালয় কর্তৃক ক্যান্সার, কিডনি, লিভার সিরোসিস, স্ট্রোকে প্যারালাইসড, জন্মগত হৃদরোগ, থ্যালাসেমিয়া রোগীদের আর্থিত সহায়তা কর্মসূচির আওতায় অনুদানের চেক বিতরণ করা হয়েছে। উপজেলা প্রশাসনের আয়োজনে মঙ্গলবার (১১ ফেব্রুয়ারি) সকাল ১১টায় উপজেলা প্রশাসন সম্মেলন কক্ষে উক্ত চেক বিতরণ কার্যক্রম পরিচালনা করা হয়। চেক বিতরণ অনুষ্ঠান প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা রায়হান উজ্জামান। সভাপতিত্ব করেন বোরহানউদ্দিন উপজেলা সমাজসেবা অফিসার মিয়া মঞ্জুর এ এলাহী মোঃ আল-আমীন। অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন উপজেলা সহকারী সমাজসেবা অফিসার মোঃ আল-আমীন, মোঃ ছাইয়েদুজ্জামান বাবু, সুজয় চন্দ্র মজুমদার, মোঃ আরফান সিকদার, বরিশাল বিভাগীয় সাংবাদিক পরিষদের সিনিয়র সহ-সভাপতি অন্তর হাওলাদার, তথ্য ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক মোঃ ইকবাল হোসেন, সাংবাদিক সোহেল, এইচ এ শরীফ ও আকাশসহ সমাজসেবা কার্যালয় অফিসের কর্মকর্তাগণ। এ সময় (শ্রেণী ভিত্তিক) ২৩ জন রোগীকে ৫০ হাজার টাকা করে মোট ১১ লক্ষ ৫০ হাজার টাকা প্রদান করা হয়।

ফেসবুকে লাইক দিন

আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ।