খুনি হাসিনার ফাঁসি চেয়েছেন শহীদ ইমনের মা কুলসুম বেগম

শরীফ হোসাইন ॥ খুনি হাসিনার ফাঁসি চেয়েছেন জুলাই-আগষ্ট অভ্যুত্থানে নিহত হওয়া ভোলা সদর উপজেলার শহীদ ইমনের মা কুলসুম বেগম। সোমবার (১০ ফেব্রুয়ারী) দুপুরে ভোলায় জেলা শ্রমিকদল আয়োজিত ‘জুলাই-আগষ্ট-২০২৪-এ ছাত্র-শ্রমিক-জনতার অভ্যুত্থানে শহীদ শ্রমিকদল নেতা-কর্মীর পরিবারের সদস্যদের সাথে সাক্ষাত’ অনুষ্ঠানে শেষে আর্থিক সহায়তা গ্রহণকালে এ দাবী করেন তিনি।
তিনি আরো বলেন, আমার ছেলেকে খুনি, ফ্যাসিষ্ট শেখ হাসিনার নির্দেশেই প্রশাসনের লোকজন গুলি করে হত্যা করেছে। আমি আমার ছেলে হত্যার বিচার চাই। শুধু আমার ছেলে নয়, নিহত হওয়া সকল শহীদদের হত্যাকারীদের বিচার দাবী করছি। এছাড়া এ আন্দোলনে যারা আহত হয়েছেন তাদের দ্রুত সুস্থ্যতা কামনা করছি। পাশাপাশি দোষী আওয়ামীলীগ, যুবলীগ, ছাত্রলীগসহ আওয়ামীলীগের সকল পর্যায়ের নেতা-কর্মীর বিচার দাবী করছি। ছেলের কথা বলতে গিয়ে তিনি কান্নায় ভেঙ্গে পড়েন। এ সময় আমন্ত্রিত অথিবৃন্দ তাকে সান্তনা প্রদান করেন।
উল্লেখ্য, ইমন ২০২৪ সালের ২০ জুলাই ঢাকার বাড্ডা এলাকায় রিকশা করে যাত্রী নামিয়ে বাড়ী ফিরছিলেন। তখন ওই এলাকায় সহিংসতায় ঘটনায় গোলাগুলি চলছিল। সেই সময় একটি গুলি ইমনের মুখের নীচে লেগে মাথার খুলি ছিদ্র হয়ে বের হয়ে যায়। এমন অবস্থায় স্থানীয়রা উদ্ধার করে তাকে হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করে। পরে ২১ জুলাই ইমনকে তার গ্রামের বাড়ী ভোলা সদর উপজেলার আলীনগর ইউনিয়নের ৪নং ওয়ার্ডের কাজী বাড়ীতে এনে দাফন করা হয়।

ফেসবুকে লাইক দিন

আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ।