কামাল সভাপতি, সোহাগ সেক্রেটারী

ঢাকাস্থ্য দৌলতখান ফোরামের কমিটি গঠন

স্টাফ রিপোর্টার ॥ ঢাকাস্থ্য দৌলতখান ফোরামের কমিটি গঠন করা হয়েছ। এতে রাজনীতিবিদ, ব্যবসায়ী ও সাংস্কৃতিক ব্যক্তিত্ব পানামা গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক এম কামাল উদ্দিন সভাপতি ও এইচবি প্রোপারটিজ লিমিটেড এর ব্যবস্থাপনা পরিচালক জাতীয় সাপ্তাহিক দেশসময়’র সম্পাদক ও প্রকাশক হাবিবুল ইসলাম সোহাগ সেক্রেটারী নির্বাচিত হয়েছেন। শনিবার (৮ ফেব্রুয়ারি) রাজধানীর একটি রেস্টুরেন্টে ভোলাবাসীর প্রাণের সংগঠন ভোলা ফোরামের বার্ষিক সভায়, ভোলা ফোরাম ঢাকার সভাপতি সাবেক ছাত্রনেতা, ইন্টারন্যাশনাল ইসলামিক ইউনিভার্সিটি চট্টগ্রামের পরিচালক বিশিষ্ট শিক্ষাবিদ, সাহিত্যিক, লেখক ও গবেষক ডঃ আ জ ম ওবায়দুল্লাহ দৌলতখান ফোরাম ঢাকার সভাপতি ও সেক্রেটারির নাম ঘোষণা করেন। সভায় আগামী ২ মাসের মধ্যে দৌলতখান ফোরাম ঢাকার পূর্ণাঙ্গ কমিটি গঠনের সিদ্ধান্ত গৃহীত হয়।
ভোলা ফোরাম ঢাকার সেক্রেটারী ও ডেমরা আইডিয়াল কলেজের চেয়ারম্যান, এসটিএস হাসপাতালের ব্যবস্থাপনা পরিচালক, বিশিষ্ট রাজনীতিবিদ নিজামুল হক নাঈমসহ ভোলা ফোরাম ঢাকার কার্যনির্বাহী কমিটির নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। সভায় নবনির্বাচিত সভাপতি ও সেক্রেটারির নেতৃত্বে দৌলতখানের সামগ্রিক উন্নয়ন ও জন মানুষের প্রত্যাশা পূরণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবেন বলে আশাবাদ ব্যক্ত করা হয়।

ফেসবুকে লাইক দিন

আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ।