মোনালিসা

ড. তাইবুন নাহার রশীদ (কবিরত্ন),
যেদিন প্রথম আমি
তোমায় দেখেছিলাম,
যেদিন প্রথম আমি
তোমার কাছে গিয়ে ছিলাম।
সেদিন থেকে তোমায় আমি
কত কথা বলেছি,
কত গল্প করেছি
আজও অনেক কথা বলে চলেছি।
কই তুমি তো আমায়
কিছু বল না ?
শুধু শোন, শুধু হাঁস
হঠাৎ করে কিছু বলে ফেল না।
তোমার কি বলার কিছুই নেই ?
রহস্যময় জগতের তুমি এক রহস্যময় ?
আমার তো দেখে দেখে
তাই মনে হয়।
তুমি কি উদ্দাম উচ্ছ্বল হয়ে
জেগে উঠনা ?
তুমি কি রক্ত করবীর মত
রক্ত কমল হয়ে ফুটে উঠনা ?
তোমার গুরু গম্ভীর মুখে
স্নিগ্ধ মধুর হাঁসি সদালেগে আছে,
বিশ্বের বিস্ময় সেই মোনালিসার হাঁসি
হার মানে তার কাছে।