তারেক রহমানের পক্ষে ভোলায় শীতার্তদের মাঝে কম্বল বিতরণ

শাহীন কাদের ॥ বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) সিনিয়র ভাইস চেয়ারম্যান তারেক রহমানের পক্ষে ভোলায় শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করা হয়েছে। শনিবার (২৫ জানুয়ারী) কেন্দ্রীয় যুবদলের সাবেক সহ-সম্পাদক ও ভোলা জেলা যুবদলের সাবেক আহ্বায়ক আলহাজ্ব তরিকুল ইসলাম কায়েদ এ কম্বল বিতরণ করেন।
শনিবার ভোলা সদর উপজেলার বিভিন্ন স্থানে অসহায় দরিদ্র ও অবহেলিত দের মাঝে এ কম্বল বিতরণের সময় তরিকুল ইসলাম কায়েদ বলেন, শীতের কষ্ট সেই বুঝবে যার কাছে শীত নিবারণের মতো কোনো বস্ত্র নেই। আমাদের সকলের চেষ্টায় শীতের কষ্ট থেকে দরিদ্রদের রক্ষা করা সম্ভব। এলাকায় অসহায়, দরিদ্র মানুষের পাশে দাঁড়াতে পেরে আমি খুশি। এই এলাকায় দরিদ্র মানুষের জন্য আমাদের কার্যক্রম চলমান থাকবে ইনশাআল্লাহ।
তিনি আরো বলেন, উন্নয়নের রোডম্যাপে অবহেলিত ভোলা কে সংযুক্ত করতে হবে। তারেক রহমানের হাতকে শক্তিশালী করতে হবে লন্ডনে চিকিৎসাধীন বেগম খালেদা জিয়ার রোগমুক্তির জন্য সবার কাছে দোয়া প্রার্থনা করেন তিনি।