স্বাধীন দেশে

(১৯৪৬ সাল-জলপাইগুড়ি),
ড. তাইবুন নাহার রশীদ (কবিরত্ন),
আমরা স্বাধীন দেশে
চলিব সমান তালে
পুঞ্জিভূত মরমের
বেদনার অন্তরালে।
রহিবেনা কোন কথা
গোপনে গোপনে আজ
পিছে লোকে কিছু বলে
বরেক হবে না লাজ।
কে যেন ডাকিছে আয়
কেন শঙ্কা, কেন ভয়
এবার স্বাধীন নারী
এবার তোদের জয়।
এবার তোদের মুক্তি
স্বদেশের কোলে কোলে
জীবন যৌবন মঞ্চে
উজ্জ্বল স্বপনে দোলে।
বিলাস সামগ্রী হয়ে
পুরুষের মোরা রব ?
রবনা ঘরের কোনে
আমরা স্বাধীন হব।
আমরা স্বাধীন হব
খুলিয়া বধুঁর বেশ
আশায় গড়িব নব
মধুর সাধের দেশ।
আমরা রচিব রাষ্ট্র
শ্রেষ্ঠ শিশু নাগরিক
উড়িবে হাতের অস্ত্র
লড়াইয়ে ঝিক-মিক।
মোগল, পাঠান, সেই
ভূবন বিজয়ী যারা
স্বাধীন বাংলা হতে
সিরাজ হয়েছে তারা।
ফিরায়ে আনিব মোরা
সেই মোগল পাঠানে
সিরাজে বসাব তার
সেই সিংহাসনে।
বাংলা বিহার উড়িষ্যার
সেই মহান অধিপতি
আবার রচিবে গর্ভে
বাংলার যত সতী।