লালমোহনে জামায়াতের শোডাউন

স্টাফ রিপোর্টার, লালমোহন ॥ ভোলায় বাংলাদেশ জামায়াতে ইসলামীর কর্মী সম্মেলন উপলক্ষে লালমোহনে এক বিশাল শোডাউন হয়েছে। বৃহস্পতিবার বিকেলে লালমোহন ইসলামিয়া কামিল মাদ্রাসার সামনে থেকে এ শোডাউন শুরু হয়। শোডাউনে লালমোহন পৌর জামায়াতের আমীর মাওঃ সাইফুল ইসলামের নেতৃত্বে শোডাউনটি লালমোহন বাজারের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে চৌরাস্তায় সংক্ষিপ্ত সমাবেশের মাধ্যমে শেষ হয়। মিছিলে ভোলায় আগামী ২৫ জানুয়ারি শনিবার সকালের কর্মী সম্মেলন সফল করার লক্ষে বিভিন্ন স্লোগানে মুখরিত করা হয়। সাথে সাথে লালমোহনের সর্বস্তরের জনগণকে সম্মেলনে যোগদানের আহবান জানানো হয়।
শোডাউন শেষে এক সংক্ষিপ্ত সমাবেশে পৌর জামায়াতের আমীর মাওঃ সাইফুল ইসলাম সংক্ষিপ্ত বক্তব্যে উপস্থিত সকলকে শোডাউন সফল করায় ধন্যবাদ জানান। উল্লেখ্য ভোলার কর্মী সমাবেশে জেলা জামায়াতের আমীর মাষ্টার মোঃ জাকির হোসেনের সভাপতিত্বে কেন্দ্রীয় সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার প্রধান অতিথির বক্তব্য রাখার কথা রয়েছে।