মনপুরায় শ্রেষ্ঠ বিজ্ঞান শিক্ষক শ্রীমান্ত কুমার দাস

স্টাফ রিপোর্টার ॥ মনপুরায় জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি মেলায় মাধ্যমিক পর্যায়ে ‘শ্রেষ্ঠ বিজ্ঞান শিক্ষক’ নির্বাচিত হয়েছেন হাজীরহাট সরকারি মডেল মাধ্যমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক (বিজ্ঞান) শ্রীমান্ত কুমার দাস। গত মঙ্গলবার মেলা উদযাপন কমিটি তাকে শ্রেষ্ঠ বিজ্ঞান শিক্ষক হিসেবে মনোনীত করেছেন। বিষয়টি নিশ্চিত করেন উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মো. টিপু সুলতান।
তিনি ভোলার বাণী-কে জানান, মনপুরায় আয়োজিত জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ মেলা উদযাপন কমিটি; মাধ্যমিক পর্যায়ে অংশগ্রহনকারী প্রতিষ্ঠানের শিক্ষকদের মধ্যে বিজ্ঞান বিষয়ে বিশেষ অবদানের ভিত্তিতে এ ফলাফল ঘোষণা করেন। এতে হাজীরহাট সরকারি মডেল মাধ্যমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক (বিজ্ঞান) শ্রীমান্ত কুমার দাস শ্রেষ্ঠ বিজ্ঞান শিক্ষক মনোনীত হয়েছেন। উল্লেখ্য, শ্রীমান্ত কুমার দাস এর আগে জাতীয় শিক্ষা সপ্তাহ-২০২৪ এ মনপুরা উপজেলায় মাধ্যমিক পর্যায়ে শ্রেষ্ঠ শ্রেণি শিক্ষক নির্বাচিত হয়েছিলেন।

ফেসবুকে লাইক দিন

আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ।