রাত হয় কেন ?

ড. তাইবুন নাহার রশীদ (কবিরত্ন),
দিগন্ত বিদারী মুক্ত আকাশে
চাঁদ উঠে হাসে,
ক্লান্ত পাখিরা নীড়ে ফিরে যায়
আধাঁর নামিয়া আসে।
কেন রাত হয় ? জানি না আমি
দিন কি থাকতে পারে না ?
নিস্তব্ধ নিঝুম, ঘুম ঘুম ভাব
আমার ভালো লাগে না।
রাতে মনে হয় কোন অনাথিনী মেয়ে
কাঁদে আমার দুয়ার ধরে
কোন অন্ধ যুবক যুবতী
পথ খুঁজে খুঁজে ফিরে।
আঁধারকে আমি বড় ভয় পাই
আধাঁর কেন হয় রাতে
বড় খুশী হই, বড় ভালো লাগে
যদি দিনের আলো থাকে সাথে।