বোরহানউদ্দিন ‘ হক কম্পিউটার ‘ ট্রেনিং সেন্টারের ২৪তম বর্ষপূর্তি

মনিরুজ্জামান :
ভোলার বোরহানউদ্দিনে ঐতিহ্যবাহি ‘ হক কম্পিউটার ‘ ট্রেনিং সেন্টারের ২৪তম বর্ষপূর্তি পালন করা হয়েছে।শনিবার সকালে স্থানীয় ফুডফার্ক চায়নিজে এ সভা অনুষ্ঠিত হয়।সততা,গৌরব, সাফল্য এই শ্লোগানে হাটিহাটি পা পা করে প্রতিষ্ঠানটি ক্রমান্বয়ে সাফল্যের সিড়ি বেয়ে এগিয়ে যাচ্ছে। প্রতিষ্ঠানটির প্রতিষ্ঠাতা আলহাজ্ব সিরাজুল হক এর সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বক্তব্য রাখেন বোরহানউদ্দিন মহিলা কলেজের সহকারী অধ্যাপক মো মনিরুজ্জামান, সরকারি আব্দুল জব্বার কলেজে প্রভাষক মো নাছির পাটোয়ারী, বিকেএম মাধ্যমিক বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক মো মনিরুল ইসলাম,স্বরাজগঞ্জ মাধ্যমিক বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক লিটন চন্দ্র দাস,পৌরসভার অফিস প্রধান মোর্শেদ আলম,গফুরগঞ্জ মাধ্যমিক বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক ও প্রাক্তন পরিচালক এমএ হান্নান ও প্রতিষ্ঠান পরিচালক রেজাউল করিম প্রমুখ। বক্তাগন বিশ্বায়নের এ যুগে তথ্য প্রযুক্তির প্রয়োজনীয়তা তুলে ধরেন।তাঁরা দক্ষমানব সম্পদসৃষ্টিতে এর ভূমিকার কথা বলেন।
প্রতিষ্ঠান পরিচালক রেজাউল করিম বলেন,এ পর্যন্ত প্রায় ২ হাজার শিক্ষার্থী অত্র প্রতিষ্ঠান থেকে বিভিন্ন মেয়াদি কোর্স সম্পূর্ণ করেন।যাদের অনেকেই বিভিন্ন প্রতিষ্ঠানে চাকুরী করেন, কেউ আবার ব্যবসা করে উপার্জন করে স্বাবলম্বী হয়েছেন।অনুষ্ঠান শেষে কৃতি শিক্ষার্থীদের মাঝে সনদ বিতরণ করা হয়।