তোমার একটু হাসির জন্য

ড. তাইবুন নাহার রশীদ (কবিরত্ন)

তোমার একটু হাসির জন্য
আমি সমস্ত পৃথিবী বিকিয়ে দিতে পারি
তোমার একটু হাসির জন্য
আমি নব বধূর লাজে
আমি সরমে মরমিয়া হয়ে ঘুরি।

তোমার একটু হাসির জন্য
আমি সমস্ত পৃথিবী বিকিয়ে দিতে পরি
বনের হরিণীর মত চঞ্চল চপল পায়ে
ঘুড়ে ঘুড়ে তুমি কাছে আস
আমি জানি না, আমি বুঝি না
তুমি কেমন করে এমন করে হাস।

শতাব্দীর ঝড় ঝঞ্জা জলোচ্ছ্বাসের
সন্ত্রস্ত আতঙ্কগ্রস্ত মুখ
সমুদ্রের উচ্ছ্বাসের মত হাসি ঢেলে
হাসাও ওদের বুক।
দিকে, দিগন্তে, ঝড়ে, বন্যায়
কাঁদে কত ছেলেহারা নর-নারী
খাদ্য নাই, বস্ত্র নাই, পথ্য নাই
নাই যাদের ঘর-বাড়ী।

তোমার সীমাহীন স্বপ্ননীল
রিমিঝিমি হাসি দিয়ে
ব্যথিতের সব ব্যথা মুছে দাও
অফুরন্ত হাসি দিয়ে।
তোমার একটু হাসির জন্য
আমি সমস্ত পৃথিবী বিকিয়ে দিতে পারি
তোমার একটু হাসির জন্য
আমি নব বধূর লাজে
আমি সরমে মরমিয়া হয়ে ঘুরি।
তোমার একটু হাসির জন্য
আমি সমস্ত পৃথিবী বিকিয়ে দিতে পরি।

ফেসবুকে লাইক দিন

আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ।