হে অন্তর্যামী

ড. তাইবুন নাহার রশীদ (কবিরত্ন)
হে-দিন দুনিয়ার মালিক
হে-অন্তর্যামী
তোমার মসজিদে নামাজ পড়তে
গিয়েছিলাম কাল আমি।
করে থাকি যদি, কোন ভুল-ভ্রান্তি
করে দিও মোরে ক্ষমা
কত পাপ, তাপ, কত দোষ-ত্রুটি
জীবন সায়রে জমা
পার যদি প্রভু ক্ষমা কর মোরে
জীবনের যত পাপ-তাপ
সারাজীবনের যত অন্যায়
করে থাকি মহাপাপ।
জীবন অংকের হিসাব মিলাতে
কোন কালে নাকি পারা যায়না
যাহা চায় মানুষ, ভুল করে পায়
যাহা চায় তাহা পায় না।
তোমার কাছে আমি যে চেয়েছি
অনেক অনেক চাওয়া
মোর জীবনের অনেক কিছু
হয়ে গেছে মোর পাওয়া।
তবু যে আমি তোমার কাছে
অকে কিছু চেয়ে
প্রার্থনা করেছি নামাজের সময়
মোনাজাত করতে গিয়ে
করে থাকি যদি, কোন ভুল-ভ্রান্তি
করে দিও মোরে ক্ষমা
কত পাপ, তাপ কত দোষ ত্রুটি
জীবন সায়রে জমা।
পার যদি প্রভু, কর যদি কভু
করে দিও মোরে ক্ষমা
হে-দিন দুনিয়ার মালিক
হে-অন্তর্যামী
তোমার মসজিদে নামাজ পড়তে
গিয়েছিলাম কাল আমি।