ভোলায় জামায়াতের দিনব্যাপী শিক্ষা শিবির অনুষ্ঠিত

আব্দুর রহমান হেলাল ॥ বাংলাদেশ জামায়াতে ইসলামী ভোলা পৌর শাখার উদ্যোগে ওয়ার্ড দায়িত্বশীলদের নিয়ে দিনব্যাপী শিক্ষা শিবির অনুষ্ঠিত হয়। শনিবার (২৮ ডিসেম্বর) সকালে পৌর সভাপতি মাওলানা জামাল উদ্দিনের সভাপতিত্বে এবং সেক্রেটারি রুহুল আমিনের সঞ্চালনায় অনুষ্ঠিত শিক্ষা শিবিরে পবিত্র কুরআনুল কারীম থেকে অর্থসহ তিলাওয়াত করেন মাওলানা মোঃ নজরুল ইসলাম। শিক্ষা শিবিরে পবিত্র কুরআনুল কারীমের সুরাতুল ইমরানের ১৫৯ নং আয়াতের দারসুল কুরআন পেশ করেন বাংলাদেশ জামায়াতে ইসলামী ভোলা জেলার সহকারী সেক্রেটারি মাওলানা ইসমাইল হোসেন মনির। ইসলামী সংগীত পরিবেশন করেন মাওলানা মোঃ ওমর ফারক ও মাওলানা আব্দুল্লাহ আজিজ, ওয়ার্ড পরিচালনায় দায়িত্বশীলদের করণীয় শীর্ষক আলোচনা পেশ করেন কেন্দ্রীয় মজলিস উস সূরা সদস্য ভোলা জেলা তত্ত্বাবধায়ক একেএম ফখরুদ্দীন খান আল রাজী, বায়াত বদ্ধ জীবনের গুরুত্ব শীর্ষক আলোচনা পেশ করেন কেন্দ্রীয় মজলিস উস সূরা সদস্য ভোলা জেলা আমির মাস্টার জাকির হুসাইন, বর্তমান প্রেক্ষিতে আমাদের দাওয়াত শীর্ষক আলোচনা পেশ করেন কেন্দ্রীয় মজলিশ উস সূরা সদস্য ভোলা জেলা সেক্রেটারি কাজী মোঃ হারুন অর রশিদ। উল্লেখ্য, দিন ব্যাপী শিক্ষা শিবিরে অংশগ্রহণ করার জন্য সকাল সাড়ে ৬টা থেকেই পৌরসভার বিভিন্ন ওয়ার্ড থেকে ডেইলিগেটগণ এসে আদর্শ একাডেমিতে উপস্থিত হন এবং সকাল ৭টা থেকে দিনব্যাপী শিক্ষা কার্যক্রম শুরু হয় এবং বিকেল ৪টায় দোা-মোনাজাত এর মধ্য দিয়ে শিক্ষা শিবিরের সমাপ্ত হয়।