ভোলার ভেলুমিয়ায় জামায়াতের কর্মী সম্মেলন খফরুদ্দীন রাজি
জামায়াতে সৎ ও দক্ষ জনশক্তি তৈরীর কাজ করে যাচ্ছে

স্টাফ রিপোর্টার ॥ বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় মজলিস উস শুরা সদস্য মাওলানা এ কে এম ফখরুদ্দীন খান আল রাজি বলেছেন, বাংলাদেশ জামায়াতে ইসলামী সৎ ও দক্ষ জনশক্তি তৈরীর কাজ করে যাচ্ছে। শনিবার (২৮ ডিসেম্বর) ভোলা সদর উপজেলা ভেলুমিয়া ইউনিয়নে কর্মী সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
সকাল ৮ টায় ভেলুমিয়া মানিক মিয়া আইডিয়াল কলেজ মিলনায়তনে ভেলুমিয়া ইউনিয়ন জামায়াতের আমির মোঃ ইউনুস আলীর সভাপতিত্বে পবিত্র কুরআনুল কারীমের অর্থসহ তিলাওয়াতের মধ্য দিয়ে কর্মী সম্মেলন শুরু হয়। সম্মেলনে পবিত্র কুরআনুল কারীম থেকে দারস পেশ করেন উপজেলা আমির মাওলানা মোঃ কামাল হোসাইন। কর্মী সম্মেলনে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় মজলিশ উস সূরা সদস্য ভোলা জেলা আমির মাস্টার জাকির হোসাইন। এ সময় অন্যান্য নেতৃবৃন্দসহ ভেলুমিয়া ইউনিয়নের জামায়াতের কর্মীগণ উপস্থিত ছিলেন।