তুমি আছ, আমি আছি

ড. তাইবুন নাহার রশীদ (কবিরত্ন)

এত সুন্দর, মনোহর, মনোরম, সতেজ
পাহাড়, জীবনে কোনদিন দেখিনি
ছায়াময় ছন্দে, জীবনানন্দে
আনন্দে কবিতা লিখিনি।

কবিতা-আমার ভাষা হারিয়ে
কল্পলোকে চলে যায়
স্বর্গ, মর্ত্ত একাকার হয়ে
অসীমের পানে ধায়।

শুভ্র শ্বেত, মেঘের বলাকা
পাহাড়ে ঘুমিয়ে আছে
তুলোর মত মেঘগুলি
আমারে ডাকিছে কাছে।

কি যে স্বপ্নময়, কি যে মধুময়
ভালো লাগে চেয়ে থাকতে
মনে হয়, ডেকে দুটো কথা বলি
মনে হয় কাছে ডাকতে।

কে যেন ডেকে ডেকে আমারে বলে
থাক কিছু দিন থাক
এত তাড়াতাড়ি চলে যেওনা
মোর অনুরোধ রাখ।

অনাদি যুগের অনাদি কামনা
অনাদি, অনন্ত কালের
প্রেমের কবিতা লিখেছে কবি
লক্ষ লক্ষ সালের।

তোমারে হেরিয়া গীতি ও কবিতা
ছন্দ বন্ধ গান
তোমারে হেরিয়া আমি আজ
পেয়েছি নবীন প্রাণ।

তোমারে হেরিয়া আমিও বন্ধু
জাগিয়া উঠেছি আজ
আজ মনে হয় বিশ্ব ভুবনে
নাই আর কোন কাজ।

শুধু তুমি আছ, আর আমি আছি
দু’জনে কাছাকাছি
দূরে কেহ নেই, পাশে কেহ নেই
তুমি আছ, আমি আছি।

ফেসবুকে লাইক দিন

আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ।