সচিবালয়ে আগুন, তদন্ত কমিটি গঠন

ডেস্ক রিপোর্ট ॥ বাংলাদেশ সচিবালয়ে ভয়াবহ আগুনের ঘটনায় পৃথক দুইটি তদন্ত কমিটি করেছে শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়। বৃহস্পতিবার বিকালে শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা আবদুল মালেক স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ ব্যাপারে জানানো হয়।
এতে বলা হয়, মন্ত্রণালয়ের নথিপত্র ও গুরুত্বপূর্ণ রেকর্ডসমূহের ক্ষয়ক্ষতির পরিমাণ নির্ধারণ, তালিকা প্রস্তুত করা এবং ভবিষ্যতে যেকোনো দুর্ঘটনার ফলে উদ্ভূত ক্ষয়ক্ষতি রোধকল্পে করণীয় বিষয়ে সুপারিশ প্রদানের জন্য প্রশাসন অধিশাখার যুগ্মসচিব বেগম মোর্শেদা আক্তারকে আহবায়ক করে একটি কমিটি গঠন করা হয়েছে। কমিটিতে সদস্য করা হয়েছে তিনজনকে। তারা হলেন- উপসচিব মুহাম্মদ আশরাফ হোসেন, সিনিয়র সহকারী সচিব পূরবী গোলদার ও সহকারী সচিব মো. মোস্তাফিজুর রহমান। তাছাড়া সদস্য সচিব হয়েছেন- সিনিয়র সহকারী সচিব মোহাম্মদ মাসুম।
কমিটির অফিস আদেশে বলা হয়েছে, সচিবালয়ের সাত নম্বর ভবনে লাগা আগুনে শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের নথিপত্র ও গুরুত্বপূর্ণ রেকর্ডসমূহের ক্ষয়-ক্ষতির পরিমাণ নির্ধারণ ও তালিকা প্রস্তুত করতে হবে। কমিটি প্রয়োজনে যে কোনো কো-অপ্ট করতে পারবে। ভবিষ্যতের যেকোনো দুর্ঘটনার ফলে উদ্ভূত ক্ষয়ক্ষতি রোধে করণীয় সম্পর্কে সুনির্দিষ্ট সুপারিশ করতে বলা হয়েছে।
অন্যদিকে মন্ত্রণালয়ের সম্পদের ক্ষয়ক্ষতির পরিমাণ নিরূপণের জন্য প্রশাসন অধিশাখার যুগ্মসচিব মো. আবদুছ সামাদ আল আজাদকে আহ্বায়ক করে একটি কমিটি গঠন করা হয়েছে। কমিটিতে সদস্য হিসেবে আছেন উপসচিব মোহাম্মদ সাইদুর রহমান, সিস্টেম এনালিস্ট সুকান্ত বসাক, সহকারী মেইনটেন্যান্স ইঞ্জিনিয়ার এ.এস.এম মেহরাব হোসেন। সদস্য সচিব হিসেবে আছেন উপসচিব মো. কামাল হোসেন।
উভয় কমিটিকেই সাত কর্মদিবসের মধ্যে প্রতিবেদন দাখিলের নির্দেশ দিয়েছেন শ্রম ও কর্মসংস্থান এবং নৌপরিবহন উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল (অব.) ড. এম সাখাওয়াত হোসেন।
এর আগে অগ্নিকা-ের ঘটনার কারণ অনুসন্ধানে ৭ সদস্যের কমিটি গঠন করে মন্ত্রিপরিষদ বিভাগ। বৃহস্পতিবার মন্ত্রিপরিষদ বিভাগ থেকে এ সংক্রান্ত অফিস আদেশ জারি করে। মন্ত্রিপরিষদ বিভাগের অতিরিক্ত সচিব (জেলা ও মাঠপ্রশাসন) মোহাম্মদ খালেদ রহীমকে কমিটির আহ্বায়ক করা হয়েছে।