সর্বশেষঃ

সা’দ গ্রুপ নিষিদ্ধের দাবীতে ভোলায় বিক্ষোভ, স্মারকলিপি প্রদান

ইয়ামিন হোসেন ৷৷ টঙ্গী ইজতেমা ময়দানে হামলাকারী সাদপন্থী সন্ত্রাসী খুনিদের ফাঁসি, কাকরাইল মারকাজ ও ইজতেমা ময়দানে তাদেরকে অবাঞ্চিত ঘোষণা, খুনি সন্ত্রাসী সা’দ বাহিনীর সকল কার্যক্রম বাংলাদেশে নিষিদ্ধ করার দাবিতে ভোলায় বিক্ষোভ ও জেলা প্রশাসক ও পুলিশের কাছে স্মারকলিপি দিয়েছে  ওলামা মাশায়েখ ও তৌহিদী জনতা। বৃহস্পতিবার (১৯ ডিসেম্বর) বেলা ১১টায় এ বিক্ষোভ ও প্রতিবাদ সভা করেন।

ভোলা শহরের হাটখোলা মসজিদ থেকে বিক্ষোভ শুরু করে ভোলা জেলা প্রশাসক কার্যালয়ের সামনে এসে শেষ হয়। এ সময় প্রতিবাদ ও বিক্ষোভ সভার মুরুব্বিদের একটি প্রতিনিধি দল জেলা প্রশাসক ও পুলিশ সুপার বরাবর স্মারকলিপি প্রদান করেছে।

স্মারকলিপিতে তারা উল্লেখ করেন, তাবলীগ জামাতের সুন্দর সুশৃঙ্খল কাজের মধ্যে বিভাজন সৃষ্টিকারী সা’দপন্থী এতাতী জামাত দীর্ঘদিন বাংলাদেশে তাবলীগ জামাতের কাজের মধ্যে বিশৃঙ্খলা সৃষ্টি ও জনমনে বিভ্রান্তি ছড়াচ্ছে। এরই মধ্যে ১লা ডিসেম্বর ২০১৮ ইজতেমার ময়দানে হামলা করে তাবলীগ জামাতের সাথী আলেম ওলামা ও নিরীহ ছাত্রদের মারাত্মক আহত ও একজন নিহত হয়। তৎকালীন ফ্যাসিবাদী সরকারের কাছে আমরা এর কোন বিচার পাইনি। কিন্তু জুলাই/আগষ্টের বিপ্লবের পরে ছাত্র জনতার অর্জিত স্বাধীনতা বিনষ্ট করতে নতুন ষড়যন্ত্রে লিপ্ত হয়েছে এতাতি গ্রুপ তথা সা’দপন্থীরা।

তারা আরো উল্লেখ করেন, গত ১৭ ডিসেম্বর ২০২৪ দিবাগত রাত সাড়ে তিনটায় টঙ্গী ইজতেমা মাঠে তাবলীগের সাথী ও মাদ্রাসার ছাত্রদের উপর অত্যন্ত নিমর্ম ও বর্বরচিত ভাবে এরা সন্ত্রাসী হামলা করেছে। এতে আমাদের ০৪ (চার) জন সাথী নিহত ও প্রায় ৫০০ শত জন গুরুতর আহত হয়েছে। এই ঘটনার সুষ্ঠ তদন্ত সাপেক্ষে খুনিদের ফাঁসি ও খুনি সন্ত্রাসী সা’দপন্থীদের সকল কার্যক্রম বাংলাদেশে নিষিদ্ধ করার দাবী জানাচ্ছি।

এ সময় ওলামা মাশায়েখ ও তৌহিদী জনতার পক্ষে নেতৃত্ব দিয়েছেন মাওলানা রফিকুল ইসলাম, মাওলানা তৈয়্যবুর রহমান কাসেমী, মাওলানা মোবাশ্বিরুল হক নাইম, মাওলানা আতাউর রহমান মোমতাজী, মাওলানা মিজানুর রহমান, মাওলানা তরিকুল ইসলাম প্রমুখ।

ফেসবুকে লাইক দিন

আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ।